ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

‘সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে চীন’

২০২৫ মে ০৮ ১৩:৫৪:০৪
‘সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে চীন’

ডুয়া ডেস্ক: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় পাশে থাকবে চীন। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত বলেন, ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা নিরসনে নিরপেক্ষভাবে সন্ত্রাসবাদের অভিযোগের তদন্ত হওয়া প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, সংকটময় সময়ে চীন সত্যের পক্ষে থাকবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকবে।

তিনি আরও বলেন, পরিস্থিতি শান্ত রাখতে ভারত ও পাকিস্তান—উভয় দেশকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে এবং উত্তেজনা হ্রাসে উদ্যোগ নিতে হবে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চলতি মাসের শেষে চীনের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে শতাধিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীর একটি বৃহৎ প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে। তার মতে, এত বড় বাণিজ্যিক প্রতিনিধি দল এর আগে বাংলাদেশে আসেনি, যা দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্প্রসারণে সহায়ক হবে।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন নাক গলাতে চায় না উল্লেখ করে তিনি বলেন, “স্থিতিশীলতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সংস্কার একটি দেশের নিজস্ব বিষয়, এ নিয়ে আমাদের খোলামেলা মন্তব্য করার ইচ্ছা নেই।”

চীনের এমন অবস্থান কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে