ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

এসএসসিতে নকল: সহায়তাকারী শিক্ষকদের তালিকা হচ্ছে

২০২৫ মে ০৫ ২০:৪৪:১৪
এসএসসিতে নকল: সহায়তাকারী শিক্ষকদের তালিকা হচ্ছে

ডুয়া ডেস্ক : ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহায়তার অভিযোগে অভিযুক্ত শিক্ষকদের একটি তালিকা প্রস্তুতের কাজ করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার নীতিমালা লঙ্ঘন করে যেসব কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শক নকল বা অসদুপায়কে প্রশ্রয় দিয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

সোমবার (৫ মে) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, এসএসসি ২০২৫ পরীক্ষায় দায়িত্ব পালনকালে যেসব শিক্ষক নীতিমালার পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় বহিষ্কার হয়েছেন বা দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন, তাদের তথ্য নির্ধারিত ফরমে আগামী ১৪ মে’র মধ্যে বোর্ডে পাঠাতে হবে। তথ্য পাঠাতে হবে ই-মেইল ঠিকানা: [email protected]এ।

চিঠিটিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ বলে উল্লেখ করে সময়মতো তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছর দেশের ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ২৮২টি কেন্দ্র, মাদ্রাসা বোর্ডের অধীনে ৭২৫টি এবং কারিগরি বোর্ডের অধীনে ৬৯৯টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার রুটিন অনুযায়ী ১৩ মে পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে