ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

গোপনে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

২০২৫ মে ০৮ ১০:৩৩:০৩
গোপনে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

ডুয়া ডেস্ক: ৫ আগস্টের সামরিক অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ৯ মাস পর গোপনে দেশ ছেড়েছেন সেই সরকারের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রাত ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছান আবদুল হামিদ। ইমিগ্রেশন কার্যক্রম শেষে তিনি দেশ ছাড়ার অনুমতি পান।

উল্লেখ্য যে, আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলায় তার নাম উল্লেখ করা হয়। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়েছে।

১৪ জানুয়ারির আগে কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে প্রায় ৫০টি মামলা হলেও সেগুলোর কোনোটিতেই আবদুল হামিদের নাম ছিল না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে