ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

লাহোরে একাধিক ‘বি-স্ফো-রণ’

২০২৫ মে ০৮ ০৯:৫৩:৪৮
লাহোরে একাধিক ‘বি-স্ফো-রণ’

ডুয়া ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে পরপর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনাটি বৃহস্পতিবার (৮ মে) ঘটেছে বলে জানিয়েছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম জিও নিউজ এবং সামা টিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের ওয়াল্টন রোড এলাকায় বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা অন্তত দুই থেকে তিনটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন।

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকাটি ঘিরে ফেলে এবং বেসামরিক চলাচলে বিধিনিষেধ আরোপ করে। বিস্ফোরণগুলোর উৎস ও ধরণ শনাক্ত করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর সংশ্লিষ্ট এলাকা থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা যায়।

প্রসঙ্গত, ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা তুঙ্গে। মাত্র দুই দিন আগে, মঙ্গলবার রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার খবর এসেছে। এরই মাঝে লাহোরে এই বিস্ফোরণের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে