ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকারি ৬৭ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

২০২৫ মে ০৫ ১৭:২৭:৪৭
সরকারি ৬৭ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

ডুয়া ডেস্ক : দেশের ৬৭টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ৬৪টি কলেজে অধ্যক্ষ এবং তিনটি কলেজে উপাধ্যক্ষ পদে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের মোট ৬৭ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৫ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৩ মে’র মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অব্যাহতি না নিলে ওই দিন বিকেল থেকে তাদের স্বয়ংক্রিয়ভাবে অব্যাহতিপ্রাপ্ত হিসেবে বিবেচনা করা হবে।

এছাড়া নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের তাদের পিডিএস (Personal Data Sheet) অ্যাকাউন্টে লগইন করে অনলাইনে অব্যাহতি ও যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে