ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

১১ খাতের শেয়ারে ভরাডুবি

২০২৫ মে ০৭ ২০:১০:০২
১১ খাতের শেয়ারে ভরাডুবি

নিজস্ব প্রতিবেদক : আজ দেশের শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। আজ ডিএসইতে লেনদেন অংশে নেয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯টি, কমেছে ৩৮৫টি এবং অপরবির্তিত রয়েছে ৫টির। প্রায় প্রতিটি খাতের শেয়ারে ব্যাপক দর পতন ঘটেছে। তবে ১১ খাতে বেশি ভরাডুবি হয়েছে। অর্থাৎ ১১টি খাতের কোন কোম্পানির দর বাড়েনি। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

যেসব খাতে কোন কোম্পানির দর বাড়েনি সেগুলো হলো- সিমেন্ট খাত, সিরামিক খাত, আর্থিক খাত, পাট খাত, মিউচ্যুয়াল ফান্ড খাত, কাগজ ও প্রকাশনা খাত, ওষুধ ও রসায়ন খাত, সেবা ও আবাসন খাত, চামড়া খাত, টেলিকমিউনিকেশন খাত এবং বস্ত্র খাত।

বাজার পর্যবেক্ষনে দেখা যায়, আজ বস্ত্র খাতের কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজের সবচেয়ে বেশি দর কমেছে। এদিন কোম্পানিটির দর ৯.৯১ শতাংশ কমে দাড়িয়েছে ১০৯ টাকায়।

আর্থিক খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে মাইডাইস ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯.৮৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ টাকা ২০ পয়সায়। এটি দর কমার ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে।

কাগজ ও প্রকাশনা খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ টাকায়।

মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। আজ ডিএসইতে ফান্ডটির ইউনিট দর ৯.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ টাকায়।

সিরামিক খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে শাইনপুকুর সিরামিকসের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ টাকা ৬০ পয়সায়।

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে সালভো কেমিক্যালসের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ টাকা ১০ পয়সায়।

চামড়া খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ফরচুন সুজের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৮.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ টাকা ৫০ পয়সায়।

সিমেন্ট খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে আরামিট সিমেন্টের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৮.০০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ টাকা ৫০ পয়সায়।

পাট খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে সোনালী আঁশের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৭.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫৭ টাকা ৮০ পয়সায়।

সেবা ও আবাসন খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে সামিট অ্যালায়েন্স পোর্টের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৬.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১ টাকা ৮০ পয়সায়।

টেলিকমিউনিকেশন খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে রবি আজিয়েটার। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৪ টাকা ৩০ পয়সায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে