ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তান

হামলার ঘটনায় রাশিয়ার প্রতিক্রিয়া

২০২৫ মে ০৭ ১৪:২৮:৪৬
হামলার ঘটনায় রাশিয়ার প্রতিক্রিয়া

ডুয়া ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় দেশকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে পরিস্থিতি আরও জটিল না করার পরামর্শ দিয়েছে। খবর রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। উভয় দেশই আমাদের বন্ধুবৎসল রাষ্ট্র এবং আমরা চাই তারা শান্তিপূর্ণভাবে উত্তেজনা প্রশমিত করুক।’

পাশাপাশি রাশিয়া সন্ত্রাসবাদের সব রূপের নিন্দা জানিয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দিয়েছে।

এর আগে, ভারত-পাকিস্তান হামলা-পাল্টা হামলার ঘটনায় উদ্বেগ জানায় চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী যাদের সরিয়ে নেওয়া সম্ভব নয় এবং তারা উভয়েই চীনের প্রতিবেশী।’ তিনি বলেন, ‘চীন সন্ত্রাসবাদের সব রূপের বিরোধিতা করে। তবে আমরা ভারতের সামরিক পদক্ষেপ নিয়ে দুঃখ প্রকাশ করছি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।”

চীন দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছে শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিতে, সংযত থাকতে এবং এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এদিকে, পাকিস্তানে ভারতের হামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের এক প্রতিবেদনে তিনি এই হামলাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করে বলেন, পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের সামরিক অভিযান ‘লজ্জাজনক’ ঘটনা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে