ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

পাক-ভারত নিয়ে ৬ বছর আগের যুক্তরাষ্ট্রের গবেষণা তবে কি সত্যি হচ্ছে?

২০২৫ মে ০৭ ১৩:০৪:৫৮
পাক-ভারত নিয়ে ৬ বছর আগের যুক্তরাষ্ট্রের গবেষণা তবে কি সত্যি হচ্ছে?

ডুয়া ডেস্ক: ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় যে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, ২০২৫ সালের বাস্তবতা যেন সেটিকেই সত্য প্রমাণ করছে। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও চরম উত্তেজনা দেখা দিয়েছে। কাশ্মীর ইস্যু, সীমান্ত সংঘর্ষ ও পারস্পরিক হুমকির মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আবারও সংকটের মুখে পড়েছে।

ওই গবেষণায় বলা হয়েছিল, কাশ্মীরকে কেন্দ্র করে যেকোনো সময় দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ বেধে যেতে পারে। গবেষণার পূর্বাভাস অনুযায়ী, এমন যুদ্ধ শুরু হলে তাত্ক্ষণিকভাবে প্রাণ হারাতে পারে প্রায় ১২ কোটি ৫০ লাখ মানুষ। পাশাপাশি পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্ট ধোঁয়া ও ধ্বংসাত্মক আবহাওয়া বৈশ্বিক জলবায়ু সংকট ডেকে আনতে পারে, যার ফলে অনাহারে মারা যেতে পারে আরও কোটি কোটি মানুষ।

গবেষণাটিতে যুদ্ধ শুরু হওয়ার কয়েকটি ‘দৃশ্যপট’ও তুলে ধরা হয়েছিল—যেমন, কাশ্মীর ইস্যুতে সামরিক উত্তেজনা কিংবা ভারতীয় পার্লামেন্টে হামলার মতো ঘটনা। আজ ২০২৫ সালে এসে দেখা যাচ্ছে, সেইসব আশঙ্কাই বাস্তবের রূপ নিচ্ছে। সীমান্তে গোলাগুলি, যুদ্ধবিমান সীমা লঙ্ঘন এবং যুদ্ধসজ্জা সব মিলিয়ে পারমাণবিক সংঘাতের শঙ্কা বাড়িয়ে তুলছে।

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি শুধু পূর্বাভাস নয় বরং এক বাস্তব বিপদের বার্তা। পরমাণু বিজ্ঞানী ড. পারভেজ হুডভাই এবং ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি আগেই সতর্ক করেছিলেন—পরমাণু অস্ত্রের মালিকানার কারণে একটিমাত্র ভুল সিদ্ধান্তই হতে পারে ধ্বংসযজ্ঞের সূচনা।

২০১৯ সালের গবেষণায় আরও বলা হয়েছিল, এই ধরনের যুদ্ধ পরিকল্পিত না-ও হতে পারে—সীমান্তে একটি দুর্ঘটনা, ভুল বোঝাবুঝি বা অতিরিক্ত প্রতিক্রিয়া থেকেও শুরু হতে পারে মারাত্মক সংঘাত। বর্তমান পরিস্থিতি দেখে সেই সতর্কবার্তাগুলো আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

বিশ্বজুড়ে যখন শান্তি ও কূটনীতির বার্তা উচ্চারিত হচ্ছে তখন ভারত-পাকিস্তান সীমান্তে বাড়তে থাকা উত্তেজনা গোটা বৈশ্বিক নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে।

তথ্য: বিবিসি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে