ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

২০২৫ মে ০৬ ২৩:১৬:২৭
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

ডুয়া ডেস্ক : বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে আত্মপ্রকাশ করেছে 'বাংলাদেশ স্বরাজ পার্টি' (বিএসপি) নামের একটি নতুন রাজনৈতিক দল। মঙ্গলবার (৬ মে) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলটির যাত্রা ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে দলের লক্ষ্য, আদর্শ ও গঠনের পেছনের প্রেক্ষাপট তুলে ধরেন বিএসপি নেতারা। লিখিত বক্তব্য পাঠ করেন দলের সিলেট বিভাগের সভাপতি মাসুদুর রহমান চৌধুরী (মসুদ মিয়া)।

তিনি বলেন, “বাংলাদেশ স্বরাজ পার্টি কেবল একটি নতুন রাজনৈতিক দল নয়, বরং এটি একটি সময়োপযোগী, আধুনিক ও মূল্যবোধভিত্তিক রাজনৈতিক চেতনার বহিঃপ্রকাশ।”

তিনি আরও বলেন, “বর্তমান রাজনীতি পুরনো কাঠামোর সংকটে আবদ্ধ হয়ে পড়েছে। প্রচলিত দলগুলোর ব্যর্থতায় দেশ এখন আদর্শ ও নেতৃত্বের অভাবে ভুগছে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যা বিশ্ব দরবারে হবে অনন্য।”

সংবাদ সম্মেলনে দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক গিয়াস উদ্দিন আহমদ বলেন, “আমরা একটি নতুন রাজনৈতিক আদর্শ নিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। দেশের ভবিষ্যৎ গঠনে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এই যাত্রা। উন্নত, ন্যায্য ও মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক বৈষম্য, আদর্শিক বিভাজন এবং রাজনৈতিক বিশৃঙ্খলা জাতিকে দুর্বল করে দিচ্ছে। এ অবস্থায় জাতীয় ঐক্য ও সুশাসন প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক চিন্তার বিকল্প নেই।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—বিএসপি’র সিলেট জেলার সভাপতি হারুন রাজা চৌধুরী, সিলেট বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তোফায়েল আজম, সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চদ্ৰ ধর, সহ-সাংগঠনিক সম্পাদক দুধু মিয়া এবং সদস্য বাবরু মিয়া, অশীল মিয়া, মো. বশির মিয়া, আরজু মিয়া, ফুরাই চন্দ্র দেবনাথ, সাজ্জাদ আলী, ফারুক মিয়া, মিনা বেগম চৌধুরী, মো. সানুর মিয়া ও আনহার আলী।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে