ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বন্ধ হয়ে গেল রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০ বিক্রি

২০২৫ মে ০৬ ১৪:৩৭:০৩
বন্ধ হয়ে গেল রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০ বিক্রি

ডুয়া ডেস্ক: শক্তিশালী পারফরম্যান্স এবং ক্লাসিক ডিজাইনের জন্য বহু বছর ধরেই মোটরসাইকেলপ্রেমীদের কাছে জনপ্রিয় রয়্যাল এনফিল্ড। তবে সম্প্রতি তাদের একটি আলোচিত মডেল — স্ক্র্যাম ৪৪০ — বিক্রি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সংস্থাটি। এর পেছনে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে একটি যান্ত্রিক ত্রুটি, যা ইঞ্জিনের কার্যক্ষমতাকে প্রভাবিত করছে।

স্ক্র্যাম ৪৪০ বাজারে আসার পরপরই দারুণ জনপ্রিয়তা পেলেও মাত্র পাঁচ মাসের মাথায় ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় সেটি ক্রেতাদের মধ্যে আস্থার ঘাটতি তৈরি করে। ‘উডরাফ কী’ নামে পরিচিত একটি যান্ত্রিক যন্ত্রাংশের ত্রুটির কারণে অনেক ক্ষেত্রে মোটরসাইকেল কিছু সময় চালানোর পর বন্ধ করে দিলে তা পুনরায় স্টার্ট নেয় না। ইঞ্জিন চালু অবস্থায় সমস্যা দেখা না দিলেও থামানোর পর স্টার্ট না হওয়ায় গ্রাহকদের রাইডিং অভিজ্ঞতা এবং নিরাপত্তা দুটোই ঝুঁকির মুখে পড়ে।

যদিও সংস্থার দাবি, এই সমস্যাটি এখন পর্যন্ত মাত্র ২ শতাংশ বাইকে দেখা গেছে তবুও গ্রাহকদের নিরাপত্তার প্রশ্নে রয়্যাল এনফিল্ড কোনো ঝুঁকি নিতে নারাজ। তাই দ্রুত পদক্ষেপ নিয়ে স্ক্র্যাম ৪৪০-এর বিক্রি ও বুকিং আপাতত বন্ধ রেখেছে তারা।

ভবিষ্যতের পরিকল্পনা: ইতোমধ্যেই সমস্যা সমাধানে নতুন উডরাফ কী পাঠানো শুরু করেছে রয়্যাল এনফিল্ড, যা ক্ষতিগ্রস্ত বাইকগুলিতে প্রতিস্থাপন করা হবে। তবে ত্রুটি পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত বিক্রি বন্ধ থাকবে। ধারণা করা হচ্ছে আগামী মাস থেকেই বুকিং ও ডেলিভারি ফের চালু হতে পারে।

স্ক্র্যাম ৪৪০-এর মূল স্পেসিফিকেশন:

ইঞ্জিন: ৪৪৩ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড

শক্তি: ২৫ হর্সপাওয়ার @ ৬,২৫০ RPM

টর্ক: ৩৪ এনএম @ ৪,০০০ RPM

গিয়ারবক্স: ৬-গতির

প্রতিদ্বন্দ্বী: ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার ৪০০ এক্স

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

তথ্য প্রযুক্তি এর সর্বশেষ খবর

তথ্য প্রযুক্তি - এর সব খবর



রে