ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২
চামড়া শিল্পের ব্যাপারে আমরা অপরাধ করেছি: প্রধান উপদেষ্টা
.jpg)
দেশের চামড়া শিল্পের ব্যাপারে আমরা অপরাধ করেছি, এটার সঠিক মূল্যায়ন করিনি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই চামড়া শিল্প দিয়ে আমাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতিবিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা চামড়া শিল্পের চলমান সংকট সমাধানে করণীয় নির্ধারণে একটি পৃথক বৈঠক আয়োজনের নির্দেশ দিয়েছেন।
প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি জানিয়েছেন, মঙ্গলবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় ১৬টি সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৪টি, শিল্প মন্ত্রণালয় ৩টি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ২টি, বাণিজ্য মন্ত্রণালয় ৩টি এবং প্রধান উপদেষ্টার কার্যালয় ৪টি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে।
সভায় এনবিআর চেয়ারম্যান জানান, জাতীয় একক জানালা পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে ১৯টি সংস্থা যুক্ত হয়েছে। আরও কয়েকটি সংস্থাকে যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি, ট্যারিফ পলিসি ২০২৩-এর বাস্তবায়ন কর্মপরিকল্পনা নিয়েও তিনি আপডেট দেন।
এদিন তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য রপ্তানিমুখী খাতের জন্য প্রণোদনা ও সহযোগিতা নিশ্চিত করা, ম্যানমেইড ফাইবারভিত্তিক শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধার বিষয়েও আলোচনা হয়।
এছাড়াও, সাভারের ট্যানারি ভিলেজে ইটিপি পূর্ণ মাত্রায় চালু, মুন্সিগঞ্জের গজারিয়ায় এপিআই পার্ক দ্রুত চালুর উদ্যোগ এবং ২০২২ সালের শিল্পনীতি হালনাগাদকরণ নিয়ে অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় এলডিসি উত্তরণের প্রস্তুতির নানা দিক নিয়েও দিয়ে আলোচনা করা হয়। এ বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা আগামী দুই মাসের মধ্যে পরবর্তী বৈঠক আয়োজনের নির্দেশ দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৮ প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ২৩ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর