ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২
এআই নিয়ে দেশে নতুন শঙ্কা
-1.jpg)
জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠেছে। এবার ছবির চেয়ে বেশি প্রভাব ফেলছে ভিডিও। এগুলো তৈরি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ভুয়া তথ্য ছড়ানোর হার বেড়েছে ১৭ শতাংশ। এর মধ্যে ৪৪ শতাংশই রাজনৈতিক বিষয়ক গুজব। তবে রাজনীতির পাশাপাশি অন্যান্য গুজবও রয়েছে। যা দেশে নতুন করে শঙ্কা বাড়াচ্ছে।
নির্বাচন নিয়ে বাড়ছে শঙ্কা
নির্বাচন কমিশন এআই প্রযুক্তির অপব্যবহারকে নির্বাচনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে। গুগলের তৈরি ভিডিও টুল ‘ভিও থ্রি’ ব্যবহার করে নির্মিত ভিডিও এখন শুধু গুজব ছড়ানোর কাজেই নয়, সরাসরি নির্বাচনী প্রচারেও ব্যবহৃত হচ্ছে।
ডিপফেইক ভিডিওর মাধ্যমে বিভ্রান্তি
গবেষণা সংস্থা ডিসমিসল্যাব জানায়, এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়কালে আটটি ফ্যাক্টচেক সংগঠনের ১ হাজার ৩৬১টি যাচাই করা প্রতিবেদনের বিশ্লেষণে ১ হাজার ১৩টি স্বতন্ত্র ভুয়া তথ্য শনাক্ত করা হয়েছে। এর বেশিরভাগই ভিডিও আকারে, যেখানে রাজনৈতিক নেতা বা বিদেশি রাষ্ট্রপ্রধানদের কণ্ঠ ও মুখ ব্যবহার করে তৈরি করা হয়েছে মিথ্যা বক্তব্য।
এক ভিডিওতে দাবি করা হয়, বিএনপি আন্দোলনের পরিবর্তে আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধবে—যা সালাহউদ্দিন আহমেদের নামে চালানো হয়। আরেকটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলছেন এমন দৃশ্য বানানো হয়।
ড. মুহাম্মদ ইউনূসের নামেও ছড়ানো হয়েছে একাধিক ভুয়া তথ্য। কোনো ভিডিওতে তাঁকে নির্বাচন তারিখ ঘোষণা করতে দেখা গেছে, আবার অন্যটিতে দেখানো হয়েছে তিনি নাকি পদত্যাগ করেছেন।
আন্তর্জাতিক ইস্যু নিয়েও গুজব
২০২৫ সালের প্রথম প্রান্তিকে আন্তর্জাতিক বিষয়ে ভুয়া তথ্যের হার ছিল মাত্র ১ শতাংশ। তবে দ্বিতীয় প্রান্তিকে বেড়ে দাঁড়িয়েছে ১৯ শতাংশে। কাশ্মীরের পেহেলগামে হামলা ও ইরান-ইসরায়েল সংঘর্ষ ঘিরে ছড়ানো হয়েছে অনেক ভুয়া ছবি ও ভিডিও। যেমন: পুরোনো ফুটেজ ব্যবহার করে দেখানো হয়েছে পাকিস্তান ভারতের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বা ইরান তেল আবিব ধ্বংস করে দিয়েছে।
নারী নেত্রীদের টার্গেট করে অশ্লীল গুজব
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নারী নেত্রীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে বিকৃত ভিডিও ও ছবি। কোটাবিরোধী আন্দোলনের নেত্রী নাফসিন মেহনাজ এবং এনসিপির অর্পিতা শ্যামা দেবকে ঘিরে ছড়ানো এই ভুয়া ভিডিওগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই।
ফেক নিউজ কার্ডের ছড়াছড়ি
এআই ভিডিও ছাড়াও ছড়ানো হচ্ছে ‘ফেক ফটোকার্ড’, যা সংবাদমাধ্যমের গ্রাফিক্স নকল করে তৈরি করা হয়। এ ধরনের ১৭৬টি ঘটনার মধ্যে ৮৫ শতাংশই রাজনৈতিক।
নির্বাচনকেন্দ্রিক গুজব ৮ গুণ বেড়েছে
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য ছড়ানোর হার বেড়েছে সর্বাধিক। প্রথম প্রান্তিকে যেখানে মাত্র ৭টি নির্বাচনসংক্রান্ত ভুয়া তথ্য শনাক্ত হয়েছিল, দ্বিতীয় প্রান্তিকে তা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৫টিতে। বিএনপির সক্রিয় অবস্থান থাকায় তাদের নেতারাই গুজবের প্রধান টার্গেটে পরিণত হয়েছেন।
বিশেষজ্ঞদের পরামর্শ: সচেতন থাকুন
বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাহতে এআই ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা আরও বাড়বে। তাই জনসাধারণকে সচেতন থাকা এবং তথ্য যাচাইয়ের বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৮ প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ২৩ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর