ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২
ফের দাম বাড়ল স্বর্ণের, ভরিতে কত?
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে নতুন করে আবারও মূল্যবৃদ্ধির ঘোষণা এসেছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দাম বাড়িয়ে নতুন সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাফে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। এর মাধ্যমে দেশের ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ রেকর্ডে পৌঁছাল।
বাজার সংশ্লিষ্টদের মতে, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দাম বৃদ্ধির প্রভাবেই নতুন করে এই মূল্য সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, নতুন দাম সোমবার (২৯ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
রোববার (২৮ ডিসেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে দাম বৃদ্ধির বিষয়টি জানানো হয়।
এর আগেও চলতি ডিসেম্বর মাসজুড়ে একাধিক দফায় সোনার দাম বাড়ানো হয়েছে। শনিবার ঘোষণা দিয়ে রোববার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছিল ১ হাজার ৫৭৪ টাকা। তার আগে ২৪ ডিসেম্বর ৪ হাজার ১৯৯ টাকা, ২৩ ডিসেম্বর ৩ হাজার ৯৬৬ টাকা, ২২ ডিসেম্বর ১ হাজার ৫০ টাকা, ১৬ ডিসেম্বর ১ হাজার ৪৭০ টাকা, ১৪ ডিসেম্বর ৩ হাজার ৪৪২ টাকা এবং ১২ ডিসেম্বর ১ হাজার ৫০ টাকা দাম বাড়ানো হয়।
এসব বৃদ্ধির ফলে গতকাল পর্যন্ত ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা, যা ছিল আগের সব রেকর্ড ভাঙা দাম। সেই রেকর্ডের ২৪ ঘণ্টা না পেরোতেই আবার নতুন করে দাম বাড়ানো হলো। ফলে সোনার দাম আরও এক ধাপ ওপরে উঠে নতুন ইতিহাস সৃষ্টি করল।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৭৩১ টাকা। সনাতন পদ্ধতির সোনার দামও বেড়ে প্রতি ভরি ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৫৩১ টাকা করা হয়েছে।
এর আগে ঘোষিত দামে আজ রোববার বাজারে সোনা বিক্রি হয়েছে। ওই দামে ২২ ক্যারেটের সোনা ছিল ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা, ২১ ক্যারেটের সোনা ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।
সোনার দামে ধারাবাহিক ঊর্ধ্বগতি থাকলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বাজুসের নির্ধারণ অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকায় বিক্রি হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- ঢাকা বনাম রাজশাহীর ম্যাচ চলছে: ব্যাটিংয়ে ক্যাপিটালস, দেখুন সরাসরি