ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

ভারতের পররাষ্ট্র মুখপাত্রের মন্তব্য প্রত্যাখ্যান করল বাংলাদেশ

২০২৫ ডিসেম্বর ২৮ ১৮:৩৫:২২

ভারতের পররাষ্ট্র মুখপাত্রের মন্তব্য প্রত্যাখ্যান করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে প্রকাশিত এই মন্তব্যকে বাস্তবতার সঙ্গে অসঙ্গত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম।

রোববার তিনি এক বিবৃতিতে বলেন, “ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য বাস্তবতার প্রতিফলন ঘটায় না। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের দীর্ঘস্থায়ী সম্প্রীতির ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করা যেকোনো বর্ণনা আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনাকে পদ্ধতিগত নির্যাতনের আকারে দেখানো হলে সেটি বিভ্রান্তিকর।”

মাহবুবুল আলম বলেন, “আমরা লক্ষ্য করছি, কিছু মহলের মধ্যে একপাক্ষিক ও অন্যায্য পক্ষপাত প্রতীয়মান হচ্ছে। এখানে বিচ্ছিন্ন ঘটনা বড় করে দেখানো হচ্ছে এবং ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। উদ্দেশ্য হলো বাংলাদেশ ও বাংলাদেশের কূটনৈতিক মিশন, পাশাপাশি ভারতে অবস্থিত অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারণ ভারতীয়দের উত্তেজিত করা এবং অপপ্রচার চালানো।”

তিনি আরও বলেন, “যেসব ব্যক্তিকে ভারতের মুখপাত্র উদ্ধৃত করেছেন, তাদের মধ্যে একজন তালিকাভুক্ত অপরাধী ছিলেন, যিনি একজন মুসলিম সহযোগীর সঙ্গে চাঁদাবাজি করছিলেন। পরবর্তীতে তিনি গ্রেপ্তার হয়েছেন। তাই এই অপরাধমূলক ঘটনাকে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের চোখে দেখা তথ্যগতভাবে ভুল এবং বিভ্রান্তিকর।”

মুখপাত্র আরও যোগ করেন, “বাংলাদেশ ভারতের বিভিন্ন মহলকে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। কারণ, এ ধরনের অপপ্রচার সুপ্রতিবেশী সম্পর্ক ও পারস্পরিক বিশ্বাসের ক্ষতি করে।”

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, রাজবাড়ীতে স্থানীয়দের পিটুনিতে অমৃত মণ্ডল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, শীর্ষ সন্ত্রাসী অমৃত মণ্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে ওই এলাকায় গেলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষ বাধে এবং একপর্যায়ে তিনি নিহত হন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত