ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২
তিস্তা মহাপরিকল্পনার কাজ নিয়ে যা জানা গেল

উত্তরের দুই কোটি মানুষের দীর্ঘদিনের দুঃখের নাম তিস্তা। কৃষক থেকে জেলে-নদীকেন্দ্রিক জীবিকায় নির্ভরশীল এই অঞ্চলের লাখো মানুষ বছরের পর বছর ধরে নদীভাঙন ও পানির সংকটে বিপর্যস্ত। ভাঙনের শিকার হয়ে হাজারো পরিবার বাস্তুহারা হয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই একটাই আশা দ্রুত বাস্তবায়িত হোক তিস্তা মহাপরিকল্পনা।
দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে আশার আলো দেখাচ্ছে তিস্তা প্রকল্প। ১০ বছর মেয়াদি ১২ হাজার কোটি টাকার এই মহাপরিকল্পনার কাজ শুরু হবে ২০২৬ সালের জানুয়ারিতে। এতে যৌথভাবে বিনিয়োগ করবে বাংলাদেশ ও চীন।
ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে চীনা দূতাবাসের একটি প্রতিনিধি দল মাঠপর্যায়ে জরিপ পরিচালনা করছে। প্রতিনিধি দলটির নেতৃত্বে আছেন চীনের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন জং জিং।
তারা মতবিনিময় করেছেন বিএনপি, জামায়াত, এনসিপি, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ, তিস্তা নদী রক্ষা আন্দোলন এবং নদীপাড়ের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। আলোচনায় অংশগ্রহণকারীদের আশ্বস্ত করে চীনা প্রতিনিধি দল জানায়, তাদের সরকার দ্রুত প্রকল্প বাস্তবায়নের পক্ষে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের জানুয়ারিতেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন।
রিভারাইন পিপলের এক গবেষণায় উঠে এসেছে, প্রতি বছর তিস্তার ভাঙন ও বন্যার কারণে উত্তরাঞ্চলের পাঁচটি জেলার মানুষ এক লাখ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। ফসলি জমি ও বসতভিটা হারিয়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে, যা এই অঞ্চলে গভীর মানবিক সংকটের সৃষ্টি করেছে।
গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাৎ দিবস ও ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্তবর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে ২০২৬ সালের জানুয়ারিতে। এ প্রকল্পে বাংলাদেশ ও চীন যৌথভাবে বিনিয়োগ করবে।
তিনি জানান, ১০ বছর মেয়াদি এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১২ হাজার কোটি টাকা। প্রথম পাঁচ বছরে মূল গুরুত্ব দেওয়া হবে সেচ সুবিধা, নদীভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণে।
রিজওয়ানা হাসান আরও বলেন, প্রকল্পের খসড়া ইতোমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে চীন সরকারের কাছে পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির প্রথম সপ্তাহেই কাজ শুরু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৮ প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ২৩ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর