ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২
তিস্তা মহাপরিকল্পনার কাজ নিয়ে যা জানা গেল

উত্তরের দুই কোটি মানুষের দীর্ঘদিনের দুঃখের নাম তিস্তা। কৃষক থেকে জেলে-নদীকেন্দ্রিক জীবিকায় নির্ভরশীল এই অঞ্চলের লাখো মানুষ বছরের পর বছর ধরে নদীভাঙন ও পানির সংকটে বিপর্যস্ত। ভাঙনের শিকার হয়ে হাজারো পরিবার বাস্তুহারা হয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই একটাই আশা দ্রুত বাস্তবায়িত হোক তিস্তা মহাপরিকল্পনা।
দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে আশার আলো দেখাচ্ছে তিস্তা প্রকল্প। ১০ বছর মেয়াদি ১২ হাজার কোটি টাকার এই মহাপরিকল্পনার কাজ শুরু হবে ২০২৬ সালের জানুয়ারিতে। এতে যৌথভাবে বিনিয়োগ করবে বাংলাদেশ ও চীন।
ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে চীনা দূতাবাসের একটি প্রতিনিধি দল মাঠপর্যায়ে জরিপ পরিচালনা করছে। প্রতিনিধি দলটির নেতৃত্বে আছেন চীনের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন জং জিং।
তারা মতবিনিময় করেছেন বিএনপি, জামায়াত, এনসিপি, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ, তিস্তা নদী রক্ষা আন্দোলন এবং নদীপাড়ের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। আলোচনায় অংশগ্রহণকারীদের আশ্বস্ত করে চীনা প্রতিনিধি দল জানায়, তাদের সরকার দ্রুত প্রকল্প বাস্তবায়নের পক্ষে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের জানুয়ারিতেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন।
রিভারাইন পিপলের এক গবেষণায় উঠে এসেছে, প্রতি বছর তিস্তার ভাঙন ও বন্যার কারণে উত্তরাঞ্চলের পাঁচটি জেলার মানুষ এক লাখ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। ফসলি জমি ও বসতভিটা হারিয়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে, যা এই অঞ্চলে গভীর মানবিক সংকটের সৃষ্টি করেছে।
গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাৎ দিবস ও ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্তবর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে ২০২৬ সালের জানুয়ারিতে। এ প্রকল্পে বাংলাদেশ ও চীন যৌথভাবে বিনিয়োগ করবে।
তিনি জানান, ১০ বছর মেয়াদি এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১২ হাজার কোটি টাকা। প্রথম পাঁচ বছরে মূল গুরুত্ব দেওয়া হবে সেচ সুবিধা, নদীভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণে।
রিজওয়ানা হাসান আরও বলেন, প্রকল্পের খসড়া ইতোমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে চীন সরকারের কাছে পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির প্রথম সপ্তাহেই কাজ শুরু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান