ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

জাকসু বিজয়ীদের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১২:০৯:১১

জাকসু বিজয়ীদের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থী এবং বিজয়ীদের অভিনন্দন জানান।

তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সামগ্রিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাকারী সবাইকে অভিনন্দন। বিশেষ করে যারা সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন, তাদের জানাই উষ্ণ শুভেচ্ছা।”

নির্বাচিতদের দায়িত্বের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বিজয়ীদের ওপর ছাত্রসমাজের বড় দায়িত্ব ন্যস্ত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, তারা দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা দেখাবেন এবং সেই আমানত রক্ষা করবেন। পাশাপাশি তিনি দোয়া করেন, মহান আল্লাহ যেন তাদের সহায় হন।

নির্বাচনের সফল আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সবার প্রশংসা করেন ডা. শফিকুর রহমান।

১১ সেপ্টেম্বর দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটগ্রহণ হয়। প্রায় ১১,৭৫৯ ভোটারের মধ্যে ৬৮ শতাংশের বেশি শিক্ষার্থী ভোট দেন। ভোট শেষে ৪২ ঘণ্টার বেশি সময় ধরে গণনা শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।

ফলাফলে দেখা যায়, কেন্দ্রীয় সংসদের ২৫টির মধ্যে ২০টি পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। শীর্ষ পদে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন মো. মাজহারুল ইসলাম (ছাত্রশিবির সমর্থিত)। যুগ্ম সম্পাদক (এজিএস, ছাত্র) হয়েছেন ফেরদৌস আল হাসান এবং যুগ্ম সম্পাদক (এজিএস, ছাত্রী) পদে বিজয়ী হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা।

এবারের নির্বাচনে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন, এজিএস পদে ১৬ জন ছিলেন। নারী প্রার্থী ছিলেন ৬ জন। মোট আটটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোট চলাকালে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল নির্বাচন থেকে সরে দাঁড়ায়।

দীর্ঘদিন পর এই নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল এবং শিক্ষাঙ্গনে তাৎপর্যপূর্ণ আলোচনা সৃষ্টি হয়েছে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত