ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২
বাংলাদেশের আমদানির খবরে চালের দাম বাড়াল ভারত!

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বাংলাদেশ আগামী মাসে আন্তর্জাতিক বাজার থেকে ৯ লাখ টন চাল আমদানি করতে যাচ্ছে। আগামী ৭ আগস্ট এই দরপত্র আহ্বান করা হবে।
এদিকে বাংলাদেশের আমদানির খবর প্রকাশের পরই ভারতের বাজারে নন-বাসমতি চালের দাম ৮ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।
বিশ্বের চাল রপ্তানির প্রায় ৪০ শতাংশই করে ভারত। দেশটির ব্যবসায়ীদের ধারণা, বাংলাদেশ যে ৯ লাখ টন চাল কিনতে যাচ্ছে, তার একটি বড় অংশ রপ্তানি করতে পারবে ভারত। কারণ তুলনামূলকভাবে ভারতের চাল সস্তা এবং প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াও সহজ।
ভারতের একটি ব্যবসায়িক সূত্র জানিয়েছে, বাংলাদেশ সরকারের আমদানি ঘোষণার পর স্বর্ণা, মিনিকেট এবং সোনা মাসোরির মতো চালের চাহিদা অনেক বেড়ে গেছে।
ভিলা গ্রুপের প্রধান নির্বাহী সুরাজ আগারওয়াল ফিন্যান্সিয়াল এক্সপ্রেসকে জানান, “বাংলাদেশের চাল আমদানির ঘোষণার প্রভাব ইতোমধ্যে ভারতের অভ্যন্তরীণ বাজারে দেখা যাচ্ছে। কয়েক সপ্তাহের ব্যবধানে চালের দাম ৮–১০ শতাংশ বেড়ে গেছে।”
ভারতের চাল প্রক্রিয়াজাতকারী ও রপ্তানিকারকরা জানিয়েছেন, বাংলাদেশ মূলত নন-বাসমতি চাল আমদানি করে। তাই আমদানির খবর ছড়িয়ে পড়তেই এই ধরনের চালের দাম দ্রুত বাড়তে শুরু করেছে।
ভারতের চাল রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ভি কৃষ্ণা রাও বলেন, “শক্তিশালী উৎপাদন ও পরিবহন সুবিধার কারণে ভারত বাংলাদেশে প্রচুর পরিমাণে চাল রপ্তানি করবে বলে আমরা আশাবাদী।”
চাল রপ্তানিকারকদের মতে, ৯ লাখ টনের মধ্যে বাংলাদেশ সরকার কিনবে ৪ লাখ টন, বাকি ৫ লাখ টন কিনবে বেসরকারি খাত। দরপত্রে নির্বাচিত রপ্তানিকারকরা আদেশ পাওয়ার ছয় সপ্তাহের মধ্যে চাল সরবরাহ করবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং বিহারে উৎপাদিত মিনিকেট ও সোনা মাসোরি চাল বাংলাদেশে রপ্তানি করা হতে পারে।
ভারতের ব্যবসায়িক সূত্র আরও জানিয়েছে, সাধারণত আগস্টের পর বাংলাদেশ চাল আমদানি করে। তবে এবারে জুলাই ও আগস্ট মাসে অতিবৃষ্টির কারণে ধান চাষ ঝুঁকিতে পড়েছে বলে আগেভাগেই আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৮ প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ২৩ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর