ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের অভিযোগ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ৩০ ২০:১৩:৫৯
ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে ছাত্রদলের দেওয়া কোনো প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে অভিযোগ তুলেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

আজ বুধবার (৩০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

নাসির জানান, ছাত্রদল ৪০টির বেশি সুপারিশ ও ৩৭৭টি সংস্কার প্রস্তাবনা দিয়েছে। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাত্র তিন থেকে চারটি সুপারিশ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, ‘যেসব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ফ্যাসিবাদী আচরণে যুক্ত, তাঁদের বিচার না করে ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এটি নির্বাচন আয়োজনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে।’

এর আগে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর এবং ফলও সেদিনই প্রকাশ করা হবে।

নির্বাচন ঘিরে সম্ভাব্য সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, “এই আয়োজনের দায় শুধু আপনার নয়, আমারও। আমরা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে সবার সঙ্গে সমন্বয় করছি।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত