ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২
ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের অভিযোগ
.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে ছাত্রদলের দেওয়া কোনো প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে অভিযোগ তুলেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
আজ বুধবার (৩০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
নাসির জানান, ছাত্রদল ৪০টির বেশি সুপারিশ ও ৩৭৭টি সংস্কার প্রস্তাবনা দিয়েছে। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাত্র তিন থেকে চারটি সুপারিশ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, ‘যেসব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ফ্যাসিবাদী আচরণে যুক্ত, তাঁদের বিচার না করে ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এটি নির্বাচন আয়োজনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে।’
এর আগে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর এবং ফলও সেদিনই প্রকাশ করা হবে।
নির্বাচন ঘিরে সম্ভাব্য সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, “এই আয়োজনের দায় শুধু আপনার নয়, আমারও। আমরা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে সবার সঙ্গে সমন্বয় করছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান
- ২২৭ কোটি টাকায় টোটালগাজ কিনে নিল ওমেরা পেট্রোলিয়াম
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত