ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ব্যবহার করবেন যেভাবে

ডুয়া নিউজ- তথ্য প্রযুক্তি
২০২৫ জুলাই ২০ ১২:২৯:১৫
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ব্যবহার করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে একটি যুগান্তকারী ও সময় সাশ্রয়ী ফিচার, যার নাম ‘দ্রুত সারসংক্ষেপ’ (Quick Recap)। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা এখন থেকে একাধিক চ্যাটের অপঠিত বার্তাগুলোর সংক্ষিপ্তসার এক নজরে দেখে নিতে পারবেন।

এর আগে অ্যানড্রয়েড বিটা সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে একটি নির্দিষ্ট চ্যাটের অপঠিত বার্তা সংক্ষেপ করার সুবিধা চালু হয়েছিল। এবার সেই প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে একাধিক চ্যাটের সারসংক্ষেপ দেখার সুযোগ তৈরি করছে মেটা-মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি।

কীভাবে কাজ করবে এই নতুন ফিচার?

WABetaInfo-এর প্রতিবেদন অনুযায়ী, অ্যানড্রয়েড বিটা সংস্করণ 2.25.21.12-তে এই "Quick Recap" ফিচারটি দেখা গেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা একসঙ্গে সর্বাধিক পাঁচটি চ্যাট নির্বাচন করে সেগুলোর অপঠিত বার্তাগুলোর একটি স্বয়ংক্রিয় সারসংক্ষেপ পেয়ে যাবেন। ফলে, ব্যবহারকারীর ফোন বন্ধ থাকলে বা ইন্টারনেট সংযোগ না থাকার কারণে জমে থাকা বার্তাগুলো দ্রুত পড়ে ফেলা সম্ভব হবে, যা ব্যস্ত ব্যবহারকারীদের জন্য বিরাট স্বস্তির কারণ হবে।

গোপনীয়তার সম্পূর্ণ সুরক্ষা:

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ফিচারটি ব্যবহারকারীর গোপনীয়তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। সারসংক্ষেপ তৈরির পুরো প্রক্রিয়াটি এন্ড-টু-এন্ড এনক্রিপশনের অধীনে ব্যক্তিগত প্রক্রিয়াকরণের (Private Processing) মাধ্যমে সম্পন্ন হবে। এর অর্থ হলো, এমনকি হোয়াটসঅ্যাপ বা মেটাও ব্যবহারকারীর বার্তা পড়তে পারবে না। ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো তৃতীয় পক্ষের পক্ষে বার্তার তথ্য দেখা একেবারেই অসম্ভব।

ব্যবহারকারীর নিয়ন্ত্রণ:

ফিচারটি সম্পূর্ণ ঐচ্ছিক (Optional) রাখা হয়েছে, অর্থাৎ এটি ডিফল্টভাবে নিষ্ক্রিয় থাকবে। কোনো ব্যবহারকারী এটি ব্যবহার করতে চাইলে, তাকে হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে সক্রিয় করতে হবে।

বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং শুধুমাত্র নির্দিষ্ট বিটা টেস্টাররাই এটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। সফল পরীক্ষা শেষে খুব শীঘ্রই এটি সমস্ত ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।

সব মিলিয়ে, হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি উদাহরণ, যা ব্যবহারকারীর সময় বাঁচানোর পাশাপাশি গোপনীয়তাকেও সুরক্ষিত রাখবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত