ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২
ফোনের কিবোর্ডে আসছে ৯টি নতুন ইমোজি
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বর্তমান যুগে মনের না বলা কথা কিংবা গভীর অনুভূতি প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ‘ইমোজি’। শব্দ খরচ না করেই রাগ, অভিমান, আনন্দ বা ক্লান্তি এক ক্লিকেই প্রকাশ করা যায় এই চিহ্নগুলোর মাধ্যমে। ব্যবহারকারীদের সেই অভিব্যক্তিকে আরও বৈচিত্র্যময় করতে ২০২৬ সালে ফোনের কিবোর্ডে যুক্ত হতে যাচ্ছে আরও ৯টি নতুন ইমোজি।
ইমোজিপিডিয়া সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই ৯টি ইমোজির মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ‘পিকল’ (আচার বা ভিনেগারে সংরক্ষিত শসা) এবং ‘মেটেওর’ (উল্কাপিণ্ড)। মহাকাশ থেকে ধেয়ে আসা আগুনের গোলক বা উল্কাপিণ্ডের প্রতীকটি বিজ্ঞানপ্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
৯টি নতুন ইমোজির তালিকায় আরও রয়েছে—
১. চোখ কোঁচকানো হাসিমুখের একটি বিশেষ স্মাইলি।
২. বামদিকে ঘোরানো একটি বুড়ো আঙুল।
৩. ডানদিকে ঘোরানো আরেকটি বুড়ো আঙুল।
৪. পথ দেখানোর প্রতীক হিসেবে ‘লাইটহাউস’ বা বাতিঘর।
৫. জীবনচক্র ও দীর্ঘ ভ্রমণের প্রতীক ‘মোনার্ক প্রজাপতি’।
৬. একটি ইরেজার বা রবার।
৭. একটি হাতলযুক্ত জাল (নেট)।
কবে নাগাদ আসবে এই ইমোজি?
বর্তমানে এই ইমোজিগুলো খসড়া বা প্রস্তাবিত পর্যায়ে রয়েছে। ইউনিকোড কর্তৃপক্ষ এই তালিকা অ্যাপল, গুগল এবং স্যামসাংসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠাবে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ধাপে ধাপে আপডেট হিসেবে ব্যবহারকারীদের কিবোর্ডে এগুলো যুক্ত হবে। আশা করা হচ্ছে, ২০২৬ সালের শেষ নাগাদ সাধারণ ব্যবহারকারীরা এই ইমোজিগুলো ব্যবহারের সুযোগ পাবেন।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, নতুন ইমোজিগুলো ব্যবহারের আগে তার সঠিক অর্থ জেনে নেওয়া জরুরি, যাতে মনের ভাব প্রকাশ করতে গিয়ে কোনো ভুল বার্তা না পৌঁছায়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার