ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে ‘গ্রুপ চ্যাট হিস্টোরি’ ফিচার

২০২৬ জানুয়ারি ২৬ ১৫:২৪:০২

হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে ‘গ্রুপ চ্যাট হিস্টোরি’ ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন যুক্ত হওয়া সদস্যদের জন্য বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে মেটা। এতদিন গ্রুপে নতুন কেউ যোগ দিলে আগের কোনো কথোপকথন দেখতে পেতেন না, যা অনেক সময় জরুরি তথ্য আদান-প্রদানে সমস্যার সৃষ্টি করত। এবার সেই সীমাবদ্ধতা দূর করতে ‘গ্রুপ চ্যাট হিস্টোরি’ নামক একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ।

জনপ্রিয় হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ‘ওয়েবিটাইনফো’ (WABetaInfo)-র প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে আইওএস-এর টেস্টফ্লাইট বিটা ভার্সনে এই ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। নতুন এই আপডেট কার্যকর হলে গ্রুপে যোগ দেওয়া নতুন সদস্যরা যোগদানের আগের কথোপকথনের প্রেক্ষাপট সহজেই বুঝতে পারবেন।

ফিচারটির বৈশিষ্ট্যসমূহ:

১. নতুন সদস্যরা গ্রুপে যোগ দেওয়ার আগের সর্বোচ্চ শেষ ১৪ দিনের মধ্যে পাঠানো ১০০টি মেসেজ দেখতে পারবেন।

২. পুরোনো মেসেজগুলো আলাদা রঙে প্রদর্শিত হবে, যাতে নতুন আসা বার্তার সঙ্গে সেগুলো গুলিয়ে না যায়।

৩. গোপনীয়তার স্বার্থে এই ফিচারটি ডিফল্টভাবে বন্ধ থাকবে। গ্রুপ অ্যাডমিন বা সদস্য নিজে থেকে অনুমতি দিলেই কেবল নতুন সদস্য পুরোনো মেসেজ দেখতে পাবেন।

এছাড়া, কারও সঙ্গে গ্রুপের পুরোনো চ্যাট শেয়ার করা হলে গ্রুপের অন্য সদস্যদের নোটিফিকেশনের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। শুরুতে অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য এই সুবিধা আনার কথা থাকলেও বর্তমানে আইফোন ব্যবহারকারীদের জন্য এটি দ্রুত চালুর প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।

বর্তমানে ফিচারটি সীমিত আকারে বিটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকলেও খুব শীঘ্রই সব আইফোন ব্যবহারকারীর জন্য এটি চালু করা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্তভাবে সবার জন্য ফিচারটি কবে আসবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত