ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

‘ফিরোজায়’ নিরাপত্তা জোরদার, সেনা মোতায়েন

২০২৫ মে ০৬ ১০:০৬:৩৫
‘ফিরোজায়’ নিরাপত্তা জোরদার, সেনা মোতায়েন

ডুয়া ডেস্ক: চিকিৎসা শেষে প্রায় চার মাস পর আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে ফেরা এই নেত্রী সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় উঠবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

তাঁর আগমন উপলক্ষে ফিরোজা এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে, যার উপস্থিতি স্পষ্টভাবে দৃশ্যমান।

মঙ্গলবার (৬ মে) সকাল ৮টার দিকে সরেজমিনে দেখা গেছে, ফিরোজার সামনের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু হেঁটে চলাচলে সীমিত অনুমতি রয়েছে। চারপাশে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন দায়িত্বপ্রাপ্ত বাহিনীর সদস্যরা।

এর আগে, সোমবার (৫ মে) লন্ডনের গ্রিনিচ সময় বিকেল ৪টা ১০ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমান—যা একটি আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স—যোগে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন খালেদা জিয়া। দোহা বিমানবন্দরে বিরতির পর মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে আবার ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।

সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর দুই পুত্রবধূ—ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়াকে বহনকারী বিমানটি বাংলাদেশ সময় অনুযায়ী ভোর ৬টা ৫ মিনিটে দোহা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে