ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২
বিএনপি-আসিফ অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অনুসারী ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ইটপাটকেল নিক্ষেপের সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৩০ জুলাই) বিকেলে মুরাদনগর সদরের আল্লাহু চত্বর এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ দাবি করে তার অনুসারীরা প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে। একই সময়ে উপজেলা ছাত্রদলের ব্যানারে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
এ সময় একে অপরকে উসকানিমূলক স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করে। বিএনপি সমর্থকেরা আসিফ মাহমুদের অনুসারীদের ‘সরকারি দলের দালাল’ বলে ধাওয়া করলে পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। একপর্যায়ে ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু হয়, যাতে অন্তত পাঁচজন আহত হন। তবে তাদের অবস্থা গুরুতর নয় এবং তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া বলেন, কুমিল্লার মুরাদনগরে বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচিকে ঘিরে উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারীদের পাল্টা কর্মসূচির জেরে সংঘর্ষের অভিযোগ তুলেছে উপজেলা বিএনপি। এ ঘটনায় অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতারা।
মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘‘আজ উপজেলা ছাত্রদলের পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি ছিল। উপদেষ্টা আসিফ মাহমুদের লোকজন পরিকল্পিতভাবে এর বিপরীতে পাল্টা কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমরা যেখানে প্রোগ্রাম দিই, তারা সেখানেই বাধা দেয়। এনসিপির নাম ব্যবহার করে আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়ো হয়েছে এবং আমাদের উপজেলা অফিসেও ভাঙচুর চালিয়েছে।’’
তিনি আরও অভিযোগ করেন, ‘‘এই ঘটনার জন্য দায়ী মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করে এনসিপির ব্যানারে আমাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন। আমাদের অন্তত চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মোট আহত হয়েছেন প্রায় ১৫ জন।’
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিন কাদের খান জানান, ‘‘দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হালকা ইটপাটকেল নিক্ষেপ হয়েছে। তবে আমরা কোনো গুরুতর হতাহতের খবর পাইনি। বর্তমানে পরিস্থিতি শান্ত, সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে রয়েছে।’
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৮ প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ২৩ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর