ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০২৫ মে ০৬ ১৮:৫২:৪৫
জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডুয়া নিউজ: সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

আজ মঙ্গলবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পর এ আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

সেদিন দুদকের পক্ষে উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন আদালতে আবেদন দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে নিজের, স্ত্রী শিরিন আক্তার এবং ঘনিষ্ঠ আত্মীয়দের নামে দেশ-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।

অনুসন্ধানের একপর্যায়ে জানা যায়, হারুনের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেন দেশত্যাগের চেষ্টা করছেন। ফলে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তার বিদেশ গমন নিষিদ্ধ করা জরুরি হয়ে পড়েছে।

উল্লেখ্য, এর আগে ২৪ এপ্রিল আদালত জাহাঙ্গীর হোসেনের একটি ফ্ল্যাট এবং ১৮ কাঠার তিনটি প্লট ক্রোকের নির্দেশ দেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে