ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বিশাল জয় বাংলাদেশের

২০২৫ মে ০৩ ২০:২৮:৩৪
শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বিশাল জয় বাংলাদেশের

ডুয়া ডেস্ক : বাংলাদেশের যুবারা শ্রীলঙ্কার বিপক্ষে ছয় ম্যাচ ওয়ানডে সিরিজে দুর্দান্তভাবে ফিরেছে। প্রথম ম্যাচে হারের পর টানা তিন জয় তুলে নিয়ে এখন ৩-১ ব্যবধানে এগিয়ে আছে আজিজুল হাকিম তামিমের দল।

কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রান করে বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরারের সেঞ্চুরি (১১৩) এবং রিজান হোসেনের ফিফটিতে (৮২) বড় পুঁজি পায় দল।

জবাব দিতে নেমে ৩৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৯০ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। বাংলাদেশের পক্ষে পেসার আল ফাহাদ সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। দুটি করে উইকেট যায় সানজিদ মজুমদার এবং তামিম।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস আসে অধিনায়ক ভিমাথ দিনসারার ব্যাটে। আগামী ৫ মে কলম্বোতেই সিরিজের পঞ্চম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে