ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের ঘুম ওড়াতে ‘ব্রহ্মাস্ত্র’ পাঠাল ভারতের বন্ধু

২০২৫ মে ০৬ ১৩:৫০:০৭
পাকিস্তানের ঘুম ওড়াতে ‘ব্রহ্মাস্ত্র’ পাঠাল ভারতের বন্ধু

ডুয়া ডেস্ক: পাকিস্তানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মাঝে ভারতের পাশে দাঁড়াল রাশিয়া। যুদ্ধ পরিস্থিতিতে ভারতের কাঁধ আরও শক্ত করতে মস্কো ভারতের হাতে তুলে দিয়েছে অত্যাধুনিক স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ‘ইগলা-এস’। ড্রোন ও যুদ্ধকপ্টার ধ্বংসে কার্যকর এই ক্ষেপণাস্ত্রকে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ভারতের জন্য ‘রুশ ব্রহ্মাস্ত্র’। খবর আনন্দবাজারের

চীন ও তুরস্কের কূটনৈতিক সমর্থন পেয়ে পাকিস্তান ইতিমধ্যেই যুদ্ধের হুমকি ও পরমাণু হামলার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের হাতে ‘ইগলা-এস’-এর মতো প্রযুক্তি এসে পৌঁছানো কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মানববহনযোগ্য এবং ইনফ্রারেড প্রযুক্তি নির্ভর অস্ত্র

‘ইগলা-এস’ একটি ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম (VSHORADS)। এটি কাঁধে নিয়ে ব্যবহার করা যায় এবং কোনো বাহনের প্রয়োজন হয় না। এর ইনফ্রারেড হোমিং প্রযুক্তির মাধ্যমে এটি শত্রুর উড়ন্ত লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৬ কিমি এবং এটি সাড়ে ৩ কিমি উচ্চতায় থাকা ড্রোন বা যুদ্ধবিমানকে ধ্বংস করতে সক্ষম।

প্রতিরক্ষা মন্ত্রকের তথ্যমতে, ভারত ১৯৯০ সাল থেকেই ‘ইগলা’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে। এবার যে ব্যাচটি ভারতীয় বাহিনীর হাতে এসেছে, তা আগের চেয়ে অনেক বেশি উন্নত এবং কার্যকর। ইতিমধ্যে আরও ৪৮টি লঞ্চার এবং ৯০টি ক্ষেপণাস্ত্র কেনার বরাত দিয়েছে ভারতীয় সেনা।

সীমান্তে দেশীয় প্রযুক্তির ব্যবহার

ড্রোন হামলা রুখতে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র ‘মার্ক-১’। এর পাল্লা ৮ কিমি এবং এটি ড্রোন শনাক্ত, বিভ্রান্ত এবং ধ্বংস করতে সক্ষম।

লেজার অস্ত্রের সাফল্য

১৩ এপ্রিল ডিআরডিও সফলভাবে পরীক্ষা করে ‘এমকে-টু(এ) লেজার’ অস্ত্র, যা একটি ‘ডিরেক্ট এনার্জি ওয়েপন সিস্টেম’। এটি একসঙ্গে একাধিক ড্রোন ধ্বংস করতে পারে। বর্তমানে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যেই এই ধরনের অস্ত্র রয়েছে।

আসছেন ভ্লাদিমির পুতিন

চলতি মাসের ৫ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জম্মু-কাশ্মীরের জঙ্গি হামলার নিন্দা জানান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে থাকার আশ্বাস দেন। মোদীর আমন্ত্রণে শীঘ্রই তিনি ভারত সফরে আসতে পারেন বলে জানিয়েছে ক্রেমলিন।

আসছে আরও অস্ত্র?

বিশেষজ্ঞদের মতে, পুতিনের এই সফরে ভারত-রাশিয়া মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি হতে পারে। সম্ভাব্য চুক্তিগুলির মধ্যে রয়েছে:

  • ‘এসইউ-৫৭ ফেলন’ পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান

  • ‘ভোরোনেজ়’ রাডার সিস্টেম, যার পাল্লা ৮ হাজার কিমি

  • ‘পন্টসার’ এয়ার ডিফেন্স সিস্টেম

  • ‘৩এম২২ জ়ারকন’ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র– এর আদলে তৈরি হতে পারে ভারতের ‘ব্রহ্মোস ২’

বিশেষজ্ঞদের ধারণা, এই সফর ভারত-রাশিয়ার প্রতিরক্ষা সম্পর্ককে আরও গভীর করবে এবং ভারতের কৌশলগত শক্তিকে বহুগুণ বাড়িয়ে তুলবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে