ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

বঙ্গোপসাগরের দ্বীপ থেকে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ২৯ ২২:১২:৪৫
বঙ্গোপসাগরের দ্বীপ থেকে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ভারত সফলভাবে পরীক্ষা চালিয়েছে তাদের স্বল্পমাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’। ১৫০ থেকে ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।

গতকাল ২৮ জুলাই এবং আজ মঙ্গলবার (২৯ জুলাই) ভারতের ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত ড. এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।

ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। তাদের তথ্যমতে, প্রলয় একটি আধুনিক, আধা-ব্যালিস্টিক, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যা নির্ভুলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার জন্যও ক্ষেপণাস্ত্রটিকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বলে দাবি ভারতের।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, পরীক্ষামূলক উৎক্ষেপণে ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে এবং সব লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে।

এই ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই নিজের গতিপথ পরিবর্তন করতে পারে, যার ফলে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রকে সহজেই ফাঁকি দিতে পারে। এতে ব্যবহৃত হয়েছে কঠিন জ্বালানির মোটর, উন্নত নৌ ও বিমান প্রযুক্তি।

‘প্রলয়’ ক্ষেপণাস্ত্র ৩৫০ থেকে ৭০০ কেজি পর্যন্ত ওজনের কনভেনশনাল ওয়ারহেড বহনে সক্ষম। শত্রুপক্ষের কমান্ড সেন্টার, লজিস্টিক হাব এবং বিমানঘাঁটির মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নির্ভুলভাবে আঘাত হানার লক্ষ্যেই এটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

সূত্র: ইন্ডিয়া টুডে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিএনপিপন্থীদের

সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিএনপিপন্থীদের

সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীর অপসারণের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের (জেবিএবি) নেতাকর্মীরা। তাদের অভিযোগ, মুসলিম চৌধুরী আওয়ামী শাসনামলের... বিস্তারিত