ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
ছাত্র আন্দোলন দমনে বিস্ফোরক তথ্য দিলেন সাবেক আইজিপি
.jpg)
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন চলতি বছরের ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলায় পাঁচ পৃষ্ঠার জবানবন্দি দিয়েছেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অনিয়ম, গুম-খুন এবং জুলাইয়ের ছাত্র আন্দোলন দমনে সরকারের ভূমিকা নিয়ে বিস্ফোরক তথ্য তুলে ধরেন তিনি।
জবানবন্দিতে সাবেক পুলিশ মহাপরিদর্শক মামুন জানান, ২০১৮ সালের ১৯ জুলাইয়ের পর থেকে প্রতিদিন রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় নিয়মিত বৈঠক হতো তাদের। এসব বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নিতেন। সেখান থেকেই আন্দোলন দমন ও অন্যান্য কর্মকৌশল নির্ধারণ করা হতো।
সাবেক পুলিশ মহাপরিদর্শক বলেন, এক পর্যায়ে আন্দোলনকারী ছয়জন সমন্বয়ককে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাদের উপর মানসিক চাপ প্রয়োগ এবং আন্দোলন থেকে সরে আসতে গণমাধ্যমে বিবৃতি দিতে বাধ্য করা হয়। সেই সময় গোয়েন্দা প্রধান হারুন অর রশীদকে ‘জ্বীন’ উপাধি দিয়ে ডাকতেন স্বরাষ্ট্রমন্ত্রী কেননা হারুনকে এসব কাজে সবচেয়ে কার্যকর মনে করা হতো।
চাঞ্চল্যকরভাবে মামুন দাবি করেন, আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। তৎকালীন র্যাব ডিজি হারুন অর রশীদের পরিকল্পনায় এটি গৃহীত হয়, যা রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে বাস্তবায়নের পথে ছিল।
মামুন আরও বলেন, লেথাল উইপন ব্যবহারে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও হারুন অর রশীদ অতিউৎসাহী ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তাকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী এ ধরনের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন।
জবানবন্দিতে সাবেক আইজিপি দাবি করেন, এই কর্মপন্থায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ আরও কয়েকজন নেতা মারণাস্ত্র ব্যবহারে উসকানি দিয়েছেন।
সরকার পতনের সময় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে কীভাবে সেনানিবাসে আশ্রয় নেন, তাও বিস্তারিত জানান মামুন। ৫ আগস্ট বিকেলে হেলিকপ্টারে তিনি পুলিশ হেড কোয়ার্টার থেকে তেজগাঁও হয়ে সেনানিবাসে যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান