ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
ছাত্র আন্দোলন দমনে বিস্ফোরক তথ্য দিলেন সাবেক আইজিপি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন চলতি বছরের ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলায় পাঁচ পৃষ্ঠার জবানবন্দি দিয়েছেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অনিয়ম, গুম-খুন এবং জুলাইয়ের ছাত্র আন্দোলন দমনে সরকারের ভূমিকা নিয়ে বিস্ফোরক তথ্য তুলে ধরেন তিনি।
জবানবন্দিতে সাবেক পুলিশ মহাপরিদর্শক মামুন জানান, ২০১৮ সালের ১৯ জুলাইয়ের পর থেকে প্রতিদিন রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় নিয়মিত বৈঠক হতো তাদের। এসব বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নিতেন। সেখান থেকেই আন্দোলন দমন ও অন্যান্য কর্মকৌশল নির্ধারণ করা হতো।
সাবেক পুলিশ মহাপরিদর্শক বলেন, এক পর্যায়ে আন্দোলনকারী ছয়জন সমন্বয়ককে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাদের উপর মানসিক চাপ প্রয়োগ এবং আন্দোলন থেকে সরে আসতে গণমাধ্যমে বিবৃতি দিতে বাধ্য করা হয়। সেই সময় গোয়েন্দা প্রধান হারুন অর রশীদকে ‘জ্বীন’ উপাধি দিয়ে ডাকতেন স্বরাষ্ট্রমন্ত্রী কেননা হারুনকে এসব কাজে সবচেয়ে কার্যকর মনে করা হতো।
চাঞ্চল্যকরভাবে মামুন দাবি করেন, আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। তৎকালীন র্যাব ডিজি হারুন অর রশীদের পরিকল্পনায় এটি গৃহীত হয়, যা রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে বাস্তবায়নের পথে ছিল।
মামুন আরও বলেন, লেথাল উইপন ব্যবহারে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও হারুন অর রশীদ অতিউৎসাহী ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তাকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী এ ধরনের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন।
জবানবন্দিতে সাবেক আইজিপি দাবি করেন, এই কর্মপন্থায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ আরও কয়েকজন নেতা মারণাস্ত্র ব্যবহারে উসকানি দিয়েছেন।
সরকার পতনের সময় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে কীভাবে সেনানিবাসে আশ্রয় নেন, তাও বিস্তারিত জানান মামুন। ৫ আগস্ট বিকেলে হেলিকপ্টারে তিনি পুলিশ হেড কোয়ার্টার থেকে তেজগাঁও হয়ে সেনানিবাসে যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড