ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ

২০২৫ মে ০৬ ১৮:১৭:৪৪
বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ

ডুয়া ডেস্ক: বিদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফসহ স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি)। ‘এআইটি স্কলারশিপ ২০২৫’ নামের এই বৃত্তির আওতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে আবেদন করতে পারবেন।

১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এআইটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। প্রতিষ্ঠানটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে টেকসই উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিকে কেন্দ্র করে উচ্চশিক্ষা ও গবেষণায় গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

এআইটি তিনটি বিভাগে এই স্কলারশিপ প্রদান করে:

স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (SET)

স্কুল অব এনভায়রনমেন্ট, রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট (SERD)

স্কুল অব ম্যানেজমেন্ট (SOM)

স্কলারশিপের গুরুত্ব:এই স্কলারশিপ শুধু টিউশন ফি ছাড় নয়; বরং এটি বৈশ্বিক সমস্যা সমাধানে সক্ষম নতুন প্রজন্মের বিজ্ঞানী, প্রকৌশলী, পরিবেশবিদ এবং ব্যবসায়ী নেতা গড়ে তোলার একটি উদ্যোগ। নির্বাচিত শিক্ষার্থীদের একাডেমিক পারফরম্যান্স অনুযায়ী সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ করা হবে। তবে, রেজিস্ট্রেশন ফি বাবদ প্রতি সেমিস্টারে ২০ হাজার থাই বাথ এবং জীবনযাপনের খরচ শিক্ষার্থীদের বহন করতে হবে।

যোগ্যতা:

- বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন

- মাস্টার্সের জন্য IELTS-এ ন্যূনতম ৫ এবং পিএইচডির জন্য ৫.৫ স্কোর থাকতে হবে

- মাস্টার্স প্রোগ্রামের জন্য ৪ বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি এবং পিএইচডির জন্য মাস্টার্স ডিগ্রি আবশ্যক

- মাস্টার্সে আবেদনকারীর ব্যাচেলর ডিগ্রিতে জিপিএ ন্যূনতম ২.৭৫ এবং পিএইচডির জন্য মাস্টার্সে ৩.৫ থাকতে হবে

আবেদনের শেষ তারিখ:

আগস্ট ২০২৫ ইনটেক: ২০ জুলাই ২০২৫

জানুয়ারি ২০২৬ ইনটেক: ২০ ডিসেম্বর ২০২৫

আবেদন করতে ও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

স্কলারশিপ এর সর্বশেষ খবর

স্কলারশিপ - এর সব খবর



রে