ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো এপ্রিলে

২০২৫ মে ০৪ ১৯:৩১:৫৪
দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো এপ্রিলে

ডুয়া ডেস্ক : চলতি বছরের এপ্রিল মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী দেশের ইতিহাসে মাসভিত্তিক দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। প্রতি ডলার ১২২ টাকা ধরে এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা।

রবিবার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। সেখানে বলা হয়েছে, এপ্রিল মাসে প্রতিদিন গড়ে ৯ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

এর আগে, গত মার্চ মাসে সর্বোচ্চ ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেকর্ড।

গত বছরের এপ্রিলের তুলনায় এবার একই মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৪ দশমিক ৬০ শতাংশ। ২০২৩ সালের এপ্রিলে দেশে এসেছিল ২০৪ কোটি ৪০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের (জুলাই-এপ্রিল) প্রথম দশ মাসে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৫৩ কোটি ৭০ লাখ ডলার। আগের অর্থবছরের তুলনায় এই প্রবৃদ্ধির হার ২৮ দশমিক ৩০ শতাংশ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে