ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে ৩ স্কুলছাত্রীর মৃত্যু

২০২৫ মে ০৬ ১৬:০৪:৫১
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে ৩ স্কুলছাত্রীর মৃত্যু

ডুয়া ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকী গ্রামে বজ্রাঘাতে তিন স্কুলছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে স্কুল থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন—চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫), বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫) ও বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫)। তারা সবাই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তিন শিক্ষার্থী বাড়ি ফেরার পথে নামাপাড়া এলাকায় বজ্রাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। বর্ষা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সান্ত্বনা জানানো হয়েছে এবং দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয়দের মাঝে বজ্রপাত নিয়ে আতঙ্ক বিরাজ করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে