ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে অবস্থান নিল ওআইসি

২০২৫ মে ০৬ ১৮:০৩:৫২
কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে অবস্থান নিল ওআইসি

ডুয়া ডেস্ক : দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান নিরাপত্তা সংকট নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সোমবার (৫ মে) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এ উদ্বেগের কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ‘ভিত্তিহীন অভিযোগ’ এই অঞ্চলের স্থিতিশীলতাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। এমন অবস্থান দক্ষিণ এশিয়ায় বিদ্যমান উত্তেজনাকে জটিল করে তুলতে পারে বলেও জানানো হয়। সেই সঙ্গে ওআইসি পুনর্ব্যক্ত করেছে—সব ধরনের সন্ত্রাসবাদ এবং তা যে কেউ, যেখানেই ঘটাক না কেন, তার বিরুদ্ধেই তাদের নীতিগত অবস্থান।

ওআইসি আরও বলেছে, সন্ত্রাসবাদকে কোনো জাতি, ধর্ম, সংস্কৃতি কিংবা দেশের সঙ্গে জড়ানোর চেষ্টা তারা প্রত্যাখ্যান করে।

কাশ্মীর ইস্যু প্রসঙ্গে সংস্থাটি বলেছে, অমীমাংসিত এই বিরোধই দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অন্যতম প্রধান কারণ। ওখানকার জনগণ এখনও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশনে স্বীকৃত আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত।

ওআইসি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানায়। একইসঙ্গে, তারা আন্তর্জাতিক সম্প্রদায়, ইউএনএসসি এবং প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রতি এই সংকট নিরসনে কার্যকর ও বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

সম্প্রতি ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে একটি পর্যটন কেন্দ্রে হামলার পর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে।

ভারত দাবি করে, এই হামলার সঙ্গে সীমান্তের ওপারের যোগসূত্র রয়েছে। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত চায়।

এই ঘটনার জেরে দুই দেশই একে অপরের বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা নিয়েছে। নাগরিকদের ভিসা বাতিল ও কূটনৈতিক কর্মীদের প্রত্যাহার করেছে তারা।

ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তিও স্থগিত করেছে, যা পাকিস্তানে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল এ ইস্যুতে একজোট হয়ে বলেছে—সিন্ধু নদীর পানিতে বঞ্চিত করার কোনো চেষ্টাই বরদাস্ত করা হবে না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে