ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বিশ্বযুদ্ধ স্মরণে জাতীয় ছুটি ঘোষণা

২০২৫ মে ০৬ ১০:২০:১৩
বিশ্বযুদ্ধ স্মরণে জাতীয় ছুটি ঘোষণা

ডুয়া ডেস্ক: প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয়কে স্মরণীয় করে রাখতে দুদিন জাতীয় ছুটি ঘোষণা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই ছুটির দিনগুলোতে অফিস-আদালতসহ দেশের সব কার্যক্রম চালু থাকবে।

সোমবার (৫ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক ঘোষণায় ট্রাম্প বলেন, "যদি যুক্তরাষ্ট্র না থাকত তবে যুদ্ধের ফলাফল অন্যরকম হতে পারত। পৃথিবীটা আজকের মতো হতো না। তাই আমি এই বিজয়কে সম্মান জানিয়ে জাতীয় ছুটি ঘোষণা করছি।"

তিনি উল্লেখ করেন, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল ১৯১৮ সালের ১১ নভেম্বর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের তারিখ ছিল ১৯৪৫ সালের ৮ মে।

তবে ট্রাম্প বলেন, "এই ছুটিতে দেশ বন্ধ থাকবে না। আমেরিকায় অনেক ছুটি রয়েছে, কাজের দিন সীমিত। আমরা একসময় শ্রমিক ছিলাম, এখনও তাই। নিয়ম মেনে চলতে হবে। আমেরিকাকে আবার মহান করতেই হবে!"

এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর উপলক্ষে যুক্তরাজ্যে চার দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। সোমবার লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে ঐতিহাসিক বিজয় ভাষণ পুনঃপ্রচার এবং রাজপরিবারের ঐতিহ্যবাহী ব্যালকনি উপস্থিতির মাধ্যমে উৎসবের সূচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজা তৃতীয় চার্লস, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও হাজারো দর্শক। সামরিক কুচকাওয়াজে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও কিছু ইউক্রেনীয় সেনাও অংশ নেন। এই সময়ে ব্রিটিশ অভিনেতা টিমোথি স্পল, তৎকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ভাষণ পাঠ করেন:"সহিংসতা ও স্বেচ্ছাচারের কাছে নত হয়ো না, প্রয়োজনে মৃত্যুবরণ করো, তবু পরাজয় মেনো না।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে