ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২
বিমান বাহিনীর সাবেক প্রধানের জমি-ফ্ল্যাট-ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

ডুয়া ডেস্ক: দুর্নীতির অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের জমি ও তিনটি ফ্ল্যাট ক্রোক করার পাশাপাশি তার ছয়টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
সেইদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে উপপরিচালক তানজির হাসিব সরকার আদালতে সম্পদ ক্রোকের আবেদন করেন।
আদালতের ক্রোক আদেশপ্রাপ্ত সম্পদের মধ্যে রয়েছে: খিলক্ষেতে একটি ছয়তলা ভবনের ৬ষ্ঠ তলায় অবস্থিত ৬৯৯ ও ৮২৩ বর্গফুটের দুটি ফ্ল্যাট, মিরপুর ডিওএইচ এলাকায় ২২৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট, মিরপুর সামরিক অফিসার আবাসিক প্রকল্পে নির্মাণাধীন সাততলা একটি ভবন এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাত শতকের বেশি জমির দুটি দলিলভুক্ত সম্পত্তি।
আবেদনে বলা হয়, বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার এবং নিজ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে একটি অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে।
অনুসন্ধান চলাকালে প্রাথমিকভাবে দেখা গেছে, শেখ আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহার করে নিজের, পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের নামে দেশ ও বিদেশে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। এ সম্পদগুলো অন্যত্র হস্তান্তরের চেষ্টা চলছে, যা সফল হলে ভবিষ্যতে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। এ কারণে আদালতের অনুমতি নিয়ে এসব সম্পদ জরুরি ভিত্তিতে ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে।
এদিকে, গতকাল (৫ মে) আদালত শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং মেয়ে সানজিদা আক্তারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৮ প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ২৩ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর