ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

‘ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পুরোপুরি প্রস্তুত পাকিস্তানের সশস্ত্র বাহিনী’

২০২৫ মে ০৬ ১১:২৭:০০
‘ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পুরোপুরি প্রস্তুত পাকিস্তানের সশস্ত্র বাহিনী’

ডুয়া ডেস্ক: ভারতের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার (৫ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের বরাতে এ তথ্য জানা যায়।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা সজাগ এবং যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত। একইসঙ্গে তিনি জানান, পুরো জাতি সশস্ত্র বাহিনীর পাশে ঐক্যবদ্ধভাবে রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতায় বিশ্বাসী তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে কঠোর জবাব দিতে প্রস্তুত।

পেহেলগামে সংঘটিত হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেহবাজ জানান, পাকিস্তান একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চায়। একইসঙ্গে তিনি ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে এই ঘটনার সঙ্গে জড়িয়ে দোষারোপ করার চেষ্টা প্রত্যাখ্যান করেন এবং একে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেন।

ভারতের একতরফা সিন্ধু পানি চুক্তি স্থগিত করাকে ‘পানি-আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে শেহবাজ বলেন, এটি পাকিস্তানের জন্য একটি ‘রেড লাইন’ এবং এ ধরনের পদক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি আরও জানান, পাকিস্তান ভারতের এসব কার্যকলাপ আন্তর্জাতিক মহলে তুলে ধরতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও বিষয়টি উত্থাপন করা হবে, যাতে ভারতের ‘আসল চেহারা’ ও ‘ষড়যন্ত্র’ বিশ্ববাসীর সামনে আসে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে