ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে মাল্টা

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ৩০ ১৬:২০:৩৩
এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে মাল্টা

ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র মাল্টা আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা এক ফেসবুক পোস্টে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।

প্রধানমন্ত্রী আবেলা বলেন, "আমাদের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে, আসছে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমাদের দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।" তিনি আরও যোগ করেন, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সমাধানের প্রতি মাল্টার প্রতিশ্রুতিরই প্রতিফলন।

এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ইউরোপের অন্যান্য দেশগুলোও নিজেদের অবস্থান স্পষ্ট করছে। মাল্টার ঘোষণার কয়েক ঘণ্টা আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের পথে অগ্রগতির মতো নির্দিষ্ট শর্ত পূরণ না হলে যুক্তরাজ্যও সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এর আগে ফ্রান্সও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করে।

দীর্ঘদিন ধরেই দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে থাকা মাল্টার ওপর এই স্বীকৃতির জন্য অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাড়ছিল। জুলাই মাসের মাঝামাঝি সময়ে দেশটির মধ্য-ডানপন্থী বিরোধী দলও ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। প্রধানমন্ত্রী আবেলা প্রথম মে মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

চলতি বছরের মে মাসে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, যা এই চলমান কূটনৈতিক পদক্ষেপে নতুন গতি সঞ্চার করে।

বিশ্লেষকদের মতে, ফ্রান্স, যুক্তরাজ্য ও মাল্টার মতো দেশগুলোর এই অবস্থান ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে পশ্চিমা কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। একের পর এক ইউরোপীয় দেশের এই স্বীকৃতি প্রদানের সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে একটি নতুন ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সমর্থনকে আরও জোরালো করছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত