ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

অস্ট্রেলিয়ায় দারুণ সুযোগ বাংলাদেশিদের, আজই শেষদিন

২০২৫ মে ০৪ ১৫:৫০:০২
অস্ট্রেলিয়ায় দারুণ সুযোগ বাংলাদেশিদের, আজই শেষদিন

ডুয়া ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় পড়াশোনার দারুণ সুযোগ তৈরি হয়েছে। Australia Awards Scholarships নামে পরিচিত এই জনপ্রিয় ফুল স্কলারশিপ প্রোগ্রামের আবেদন সময়সীমা বাড়ানো হয়েছে। এখন আবেদন করা যাবে আজ, ৪ মে ২০২৫ পর্যন্ত। এর আগে আবেদনের শেষ সময় ছিল ৩০ এপ্রিল। ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন এই তথ্য নিশ্চিত করেছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক বিভাগ পরিচালিত এই স্কলারশিপ মূলত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের জন্য। ২০২৫ সালে বিশ্বের ৫৫টি দেশের মোট ১,৫৫১ জন শিক্ষার্থী এই স্কলারশিপ পাবেন। শুধু ২০২৩–২৪ শিক্ষাবর্ষেই এই কর্মসূচিতে অস্ট্রেলিয়া ব্যয় করেছে প্রায় ২৭০ বিলিয়ন ডলার

পড়াশোনার সুযোগ যেসব বিষয়ে:

  • স্বাস্থ্য

  • উন্নয়ন ও টেকসই উন্নয়ন

  • পরিবেশ

  • ট্রেড ও পাবলিক পলিসি

  • অর্থনীতি ও প্রশাসন

  • অবকাঠামো

  • বিজ্ঞান ও প্রকৌশল

  • ব্লু ইকোনমি

স্কলারশিপে যে সুবিধাগুলো মিলবে:

✅ সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
✅ বইপত্র ও শিক্ষাসামগ্রীর খরচ
✅ ইকোনমি ক্লাসে যাতায়াতের বিমান ভাড়া
✅ মাসিক ভাতা (জীবনযাপনের জন্য)
✅ স্বাস্থ্যবিমা
✅ প্রয়োজন অনুযায়ী ফিল্ডওয়ার্কের খরচ

আবেদনের যোগ্যতা:

  • বাংলাদেশের নাগরিক হতে হবে

  • বয়স কমপক্ষে ১৮ বছর

  • আবেদনকারী অস্ট্রেলিয়ার নাগরিক হতে পারবে না

  • সামরিক বাহিনীর সদস্য হলে আবেদনযোগ্য নয়

ইংরেজি দক্ষতা (যেকোনো একটি টেস্ট):

  • IELTS: ন্যূনতম ৬.৫ (প্রতিটি ব্যান্ডে অন্তত ৬)

  • TOEFL iBT: ন্যূনতম স্কোর ৮৪

  • PTE Academic: ন্যূনতম স্কোর ৫৮

আবেদন পদ্ধতি:

আবেদন করতে হবে অনলাইনে। বিস্তারিত তথ্য ও আবেদন ফরম পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইটে:
www.australiaawards.org

আবেদন শুরু: ১ ফেব্রুয়ারি ২০২৫
আবেদন শেষ: আজ, ৪ মে ২০২৫

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে