ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

অবৈধ প্রবাসী কর্মীদের জন্য সুসংবাদ দিয়েছে ওমান

ডুয়া নিউজ- প্রবাস
২০২৫ জুলাই ২৯ ১৪:৫৬:২৭
অবৈধ প্রবাসী কর্মীদের জন্য সুসংবাদ দিয়েছে ওমান

ওমানে অবৈধভাবে বসবাসরত প্রবাসী কর্মীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ আরও পাঁচ মাস বাড়ানো হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে যে, জনসাধারণের ব্যাপক অনুরোধের প্রেক্ষিতে এই সুযোগ ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পূর্বে এই সময়সীমা ৩১ জুলাই, ২০২৫ এ শেষ হওয়ার কথা ছিল।

চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া এই সাধারণ ক্ষমা কর্মসূচির আওতায়, অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়াই তাদের ভিসা ও আকামা (কাজের অনুমতিপত্র) নবায়ন করতে পারবেন। এছাড়া, তারা চাইলে নতুন নিয়োগ কর্তার অধীনে কাজের সুযোগ নিতে অথবা কোনো প্রকার আইনি জটিলতা ছাড়াই নিজ দেশে ফিরে যেতে পারবেন। বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে এই সময়সীমা বাড়ানো হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

শ্রম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটিই আইনি অবস্থান সংশোধনের জন্য "শেষ সুযোগ"। সংশ্লিষ্ট সকলকে এই বর্ধিত সময়ের মধ্যে দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে নিজেদের আইনি বৈধতা নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এই উদ্যোগের ফলে প্রবাসী কর্মীদের জীবনমানের উন্নতি হবে এবং একইসাথে নিয়োগকর্তারাও উপকৃত হবেন বলে ওমান সরকার আশা প্রকাশ করেছে।

বিষয়টি নিশ্চিত করে ওমানের বাংলাদেশ দূতাবাস থেকেও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দূতাবাস কর্তৃপক্ষ সাধারণ ক্ষমার এই সুযোগ গ্রহণ করে প্রবাসী বাংলাদেশিদের দ্রুত পাসপোর্ট নবায়নসহ অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত