ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত

২০২৫ মে ০৫ ১৬:৫০:৪১
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত

ডুয়া নিউজ : উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের উদ্যোগে “ফার্স্ট ইউডিসি ন্যাশনালস-২০২৫” শীর্ষক ৩-দিনব্যাপী ১ম জাতীয় বিতর্ক উৎসব রবিবার শেষ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুর রহমান সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এশিয়ান পার্লামেন্টারি পদ্ধতিতে বাংলা বিতর্ক, ব্রিটিশ পার্লামেন্টারি পদ্ধতিতে ইংরেজি বিতর্ক, বাংলা ও ইংরেজি উপস্থিত বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতা নিয়ে অনুষ্ঠিত হয় এই উৎসব।

কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী জুনায়েত হোসেন।

এই উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২টি দল বাংলা বিতর্কে ও ১৬টি দল ইংরেজি বিতর্কে অংশগ্রহণ করে। বাংলা বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার সরকারি বিজ্ঞান কলেজের বিতর্ক দল “জিএসসিডিসি নিউট্রন”। ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বিতর্ক দল “বিআইএসসিডিসি-২”।

বাংলা মাধ্যমের উপস্থিত বক্তৃতায় প্রথম হয়েছে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী ইমন আহমেদ এবং ইংরেজি মাধ্যমের উপস্থিত বক্তৃতায় প্রথম হয়েছে শামসুল হক খান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অদ্রিতা অনন্যা জামান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে