ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

৫ আগস্ট বন্ধ থাকবে ঢাবি

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ জুলাই ৩০ ১৬:০৫:৩৭
৫ আগস্ট বন্ধ থাকবে ঢাবি

সরকার প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়ায় দিনটি এখন থেকে সাধারণ ছুটি হিসেবে গণ্য হবে। এ প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষও ওই দিন ক্যাম্পাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত এবং সাধারণ ছুটি ঘোষণার প্রেক্ষিতে আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।”

এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সুপারিশ অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়।

সরকার আরও দুটি দিবস নিয়ে আলাদা সিদ্ধান্ত জানিয়েছে। একটি প্রজ্ঞাপনে ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এর আগে ২৫ জুনের এক প্রজ্ঞাপনে ওই তিনটি দিনকে যথাক্রমে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’, ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।

তবে ৮ আগস্টকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্তে আপত্তি জানায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফলে আজকের সংশোধিত প্রজ্ঞাপনে ওই দিনটিকে দিবস হিসেবে বাদ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর পটভূমিতে জুলাইজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাক দিয়ে শুরু হওয়া গণআন্দোলন চূড়ান্ত রূপ নেয় ‘জুলাই গণ-অভ্যুত্থানে’।

এই ঐতিহাসিক ঘটনার স্মরণে সরকার ১ জুলাই থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই স্মৃতি উদ্‌যাপন অনুষ্ঠানমালা’ পালন করছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত