ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

পদ্মা রেল প্রকল্পে দুর্নীতি: তদন্তের মুখে সাবেক ডিসিসহ ১৩ কর্মকর্তা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ৩০ ১৭:১৮:৪৪
পদ্মা রেল প্রকল্পে দুর্নীতি: তদন্তের মুখে সাবেক ডিসিসহ ১৩ কর্মকর্তা

মাদারীপুরে পদ্মা সেতু রেললাইন সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণে বড় ধরনের দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় জেলার সাবেক দুই জেলা প্রশাসক (ডিসি) ওয়াহিদুল ইসলাম ও ড. রহিমা খাতুনসহ মোট ১৩ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে।

বুধবার (৩০ জুলাই) দুদকের সহকারী পরিচালক ও এই অনুসন্ধানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বিভিন্ন তথ্য চেয়ে তাদের কাছে আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হয়েছে।

দুদক সূত্র জানায়, অভিযোগটি খতিয়ে দেখার জন্য দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানকে প্রধান করে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

টিমের অন্য সদস্য হলেন উপসহকারী পরিচালক সাইদুর রহমান অপু। গতকাল (২৯ জুলাই) এই অনুসন্ধান দলের পক্ষ থেকে অভিযুক্তদের ঠিকানায় নোটিশ পাঠানো হয়।

যাদের বিরুদ্ধে তদন্ত চলছে:

তদন্তের আওতায় থাকা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মাদারীপুরের সাবেক দুই জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম ও ড. রহিমা খাতুন।

এছাড়া অন্য অভিযুক্তরা হলেন—সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ ও ঝোটন চন্দ্র; সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, মোহাম্মদ সুমন শিবলী, প্রমথ রঞ্জন ঘটক, আল মামুন ও নাজমুল হক সুমন এবং জেলা প্রশাসক কার্যালয়ের কানুনগো (ভারপ্রাপ্ত) নাসির উদ্দিন, আবুল হোসেন, রেজাউল হক ও রেকর্ড কিপার মানিক চন্দ্র মন্ডল।

অনুসন্ধানকারী কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, "পদ্মা সেতুর রেললাইন সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারীপুরের সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে তথ্য চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।"

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত