ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২
আ.লীগের লিফলেট বিতরণ করে চাকরি খোয়ালেন শিক্ষা ক্যাডার কর্মকর্তা

ডুয়া ডেস্ক : অবশেষে চাকরি হারালেন আলোচিত শিক্ষা ক্যাডার কর্মকর্তা মুকিব মিয়া। আওয়ামী লীগের পক্ষে ঢাকায় লিফলেট বিতরণ এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অভিযোগে তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
৩১তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগ দেওয়া মুকিব মিয়া ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের নির্দেশে তাকে লালমনিরহাটের পাটগ্রামের জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজে বদলি করা হয়। কিন্তু সেখানে না গিয়ে তিনি ঢাকায় থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে থাকেন।
এ বছরের ২ ফেব্রুয়ারি তিনি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের লিফলেট বিতরণে অংশ নেন। এ সময়কার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে নজরে আসে।
সরকারি চাকরি বিধিমালার ১৯৭৯ সালের ২৫(১) ধারা অনুযায়ী, সরকারি কর্মকর্তা কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত থাকতে বা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারেন না। কিন্তু মুকিব মিয়া এই নিয়ম ভেঙে নিয়মিতভাবে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সেসব ছবি নিজের ফেসবুকে প্রকাশ করতেন।
এছাড়া, শাহবাগ থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলার তথ্যও বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়। বর্তমানে তিনি ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
এর আগেও তিনি সামাজিক মাধ্যমে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করে একাধিক পোস্ট দেন, যা সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালার পরিপন্থী। এসব পোস্টের পরিপ্রেক্ষিতে গত ২০ জানুয়ারি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।
শেষ পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে চাকরি হারাতে হলো তাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৮ প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ২৩ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর