ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

‘এক্সিট’ নিয়ে ভাবনার সময় এসেছে অন্তর্বর্তী সরকারের

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ৩০ ১৫:১৮:৫০
‘এক্সিট’ নিয়ে ভাবনার সময় এসেছে অন্তর্বর্তী সরকারের

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট’ নিয়ে ভাবনার সময় এসেছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন তিনি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে তা চিন্তা করতে হবে।

সিপিডির এই ফেলো আরও বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। যতটুকু না করলেই নয়, ততটুকু সংস্কার করা উচিত।

একই অনুষ্ঠানে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার।

এই রাজনৈতিক বিশ্লেষক এসময় নির্বাচন অক্টোবরে হওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, পিআর পদ্ধতি ভালো হলেও এখন তা সময়োপযোগী নয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত