ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বিনামূল্যে অস্ট্রেলিয়ার ৪৩ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

২০২৫ এপ্রিল ৩০ ১৯:২৬:৩২
বিনামূল্যে অস্ট্রেলিয়ার ৪৩ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

ডুয়া ডেস্ক: বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার সরকার। এই বৃত্তির নাম হলো 'রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি)' স্কলারশিপ। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনা করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের সময়সীমায় ভিন্নতা রয়েছে।

স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার জন্য সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২ বছর, আর পিএইচডি প্রোগ্রামের জন্য সর্বোচ্চ মেয়াদ ৪ বছর। এই স্কলারশিপের অর্থায়ন করে অস্ট্রেলিয়া সরকারের এডুকেশন, স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট।

অস্ট্রেলিয়ার ৪৩টি বিশ্ববিদ্যালয় আরটিপি (Research Training Program) এর আওতায় শিক্ষার্থীদের ভর্তি করে থাকে। বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

সুযোগ-সুবিধা:

- সম্পূর্ণ টিউশন ফি ছাড়;

- বার্ষিক উপবৃত্তি;

- স্বাস্থ্য বিমার সুবিধা;

- আন্তর্জাতিক ভ্রমণ ভাতা;

- গবেষণার জন্য আলাদা ভাতা (প্রোগ্রাম চলাকালীন)।

আবেদনের যোগ্যতা:

- স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির জন্য অস্ট্রেলিয়ার সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে;

- পিএইচডিতে ভর্তির জন্য থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি;

- থাকতে হবে গবেষণা-সংক্রান্ত অভিজ্ঞতা;

- ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে। IELTS একাডেমিক ভার্সনে ন্যূনতম স্কোর ৬.৫ থাকতে হবে;

- আবেদনকারী বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অন্যান্য যোগ্যতাসমূহও পূরণ করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

- বৈধ পাসপোর্ট ও ছবি;

- একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট;

- মোটিভেশন লেটার;

- গবেষণা প্রস্তাবনা (Research Proposal);

- রেফারেন্স লেটার;

- হালনাগাদ সিভি;

- IELTS বা TOEFL স্কোর রিপোর্ট।

আবেদন প্রক্রিয়া:আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে পছন্দের কোনো একটি অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয় বেছে নিতে হবে, যেখানে আবেদনকারী স্নাতকোত্তর বা পিএইচডি করতে আগ্রহী। এরপর সেই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে।

স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

স্কলারশিপ এর সর্বশেষ খবর

স্কলারশিপ - এর সব খবর



রে