ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের আকাশে ব্যাপক কড়াকড়ি; বাতিল বহু ফ্লাইট

২০২৫ এপ্রিল ৩০ ১৮:৫২:৪৬
পাকিস্তানের আকাশে ব্যাপক কড়াকড়ি; বাতিল বহু ফ্লাইট

ডুয়া ডেস্ক: সম্ভাব্য ভারতীয় হামলার আশঙ্কায় তীব্র নিরাপত্তা উদ্বেগের মধ্যে নিজেদের আকাশসীমায় বিমান চলাচলের ওপর কড়া নজরদারি শুরু করেছে পাকিস্তান। এই সতর্কতার অংশ হিসেবে দেশটিতে অভ্যন্তরীণ বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।

আজ বুধবার (৩০ এপ্রিল) এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তানের বেসামরিক বিমান পরিবহন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাকিস্তানি আকাশসীমায় বিদেশি বিমান সংস্থাসহ অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে বিমান চলাচল পর্যবেক্ষণ করার জন্য নতুন নির্দেশনা জারি করেছে পাকিস্তানের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল কর্তৃপক্ষ।’

দেশটির একাধিক সূত্র বলেছে, ‘ভারত থেকে আগত অথবা ভারতীয় বিমান সংস্থার পরিচালিত ফ্লাইটে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সন্দেহজনক বিমানের বিষয়ে পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে এবং এই ধরনের যেকোনও ফ্লাইটের ছাড়পত্র এখন দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়ার প্রয়োজন হবে।’

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বুধবার গিলগিট ও স্কার্দু শহরে পরিচালিত সকল ধরনের বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, ‘আঞ্চলিক উত্তেজনা চলায় দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক এসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে পাকিস্তান দেশটির সব বিমানবন্দরে জারি করেছে সর্বোচ্চ সতর্কতা। একইসঙ্গে বিমানবন্দরগুলোর নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা বহুগুণে জোরদার করা হয়েছে।

দেশটির বেসামরিক বিমান পরিবহন সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন বলেছে, ‘ভারতীয় আকাশসীমা ব্যবহার করে ট্রানজিট নেওয়া সব ধরনের বিদেশি বিমানের চলাচলের ওপর কঠোর নজরদারি শুরু করা হয়েছে। যদিও ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি রেখেছে ইসলামাবাদ। তবে অন্যান্য আন্তর্জাতিক বিমান সংস্থার ফ্লাইট চলাচলেও অতিরিক্ত নজরদারি অব্যাহত রয়েছে।’

লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব প্রধান বিমানবন্দরে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়েছে, যেকোনও বিমান উড্ডয়নের আগে যদি সন্দেহজনক মনে হয়, তাহলে পাইলটের কাছ থেকে অবশ্যই বিমান প্রতিরক্ষা দপ্তরের ছাড়পত্র নম্বর সংগ্রহ করতে হবে। সঠিক নথি ও বৈধ শনাক্তকরণ নম্বর না থাকলে কোনো বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে