ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের সব বিমানবন্দরে ‘হাই অ্যালার্ট’

২০২৫ এপ্রিল ৩০ ১০:৪২:২৭
পাকিস্তানের সব বিমানবন্দরে ‘হাই অ্যালার্ট’

ডুয়া ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলা এবং সেখানে উদ্ভূত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে পাকিস্তানের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্কতায় (হাই অ্যালার্ট) রাখা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাসহ নজরদারিতে আগের তুলনায় বহুগুণ বেশি কড়াকড়ি আরোপ করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল অ্যাভিয়েশন অথরিটি - সিএএ)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

সিএএ সূত্র জানিয়েছে, এখন থেকে ভারতীয় আকাশপথ ব্যবহার করা বা ভারতীয় সীমান্ত ঘেঁষা অঞ্চল থেকে উড্ডয়ন ও অবতরণ করা আন্তর্জাতিক ফ্লাইটগুলোর ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। যদিও পাকিস্তানে ভারতীয় কোনো বিমান সংস্থার কার্যক্রমে এখনও নিষেধাজ্ঞা বহাল রয়েছে তবুও অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও একইভাবে নিরাপত্তা নজরদারি করা হচ্ছে।

বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের প্রধান বিমানবন্দরগুলোতে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের (এটিসি) জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে কোনো সন্দেহজনক বিমানের চালককে ছাড়পত্র দেওয়ার আগে অবশ্যই ‘এয়ার ডিফেন্স ক্লিয়ারেন্স নম্বর’ যাচাই করতে হবে। যথাযথ নথি বা পরিচয়পত্র ছাড়া কোনো বিমান উড্ডয়নের অনুমতি পাবে না।

বিমানবন্দর এলাকায় কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বৈধ পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা হয়েছে। যাদের কাছে বৈধ পরিচয়পত্র থাকবে না তাদের বিমানবন্দর এলাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এছাড়া নিরাপত্তা বাহিনী, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে সমন্বয় আরও দৃঢ় করা হয়েছে, যেন কোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিশ্চিত করা যায়।

পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার প্রতি বিন্দুমাত্র শৈথিল্য বরদাশত করা হবে না এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে