ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের ধাওয়ায় পালালো ভারতের যুদ্ধবিমান

২০২৫ এপ্রিল ৩০ ১৫:৩২:০৮
পাকিস্তানের ধাওয়ায় পালালো ভারতের যুদ্ধবিমান

ডুয়া ডেস্ক: কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর টহলরত অবস্থায় পাকিস্তান বিমানবাহিনীর তৎপরতা দেখে পিছু হটেছে ভারতের চারটি রাফাল যুদ্ধবিমান—এমন দাবি করেছে ইসলামাবাদ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে ঘটে যাওয়া এই ঘটনাটি পাকিস্তানের পক্ষ থেকে ‘রক্ষামূলক প্রতিক্রিয়া’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা সূত্র ও সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, রাফাল বিমানগুলো ভারতীয় অংশে থাকা জম্মু ও কাশ্মীরের আকাশে টহল দিচ্ছিল। পাকিস্তান বিমানবাহিনীর একাধিক ইউনিট তাদের উপস্থিতির প্রতিক্রিয়ায় সক্রিয় হলে ভারতীয় বিমানগুলো সরে যেতে বাধ্য হয়।

এই সামরিক তৎপরতা ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সংঘটিত একটি ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ঘটেছে। ঐ হামলায় প্রাণ হারান ২৬ জন বেসামরিক মানুষ, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। গত দুই দশকের মধ্যে এটি কাশ্মীরে অন্যতম রক্তক্ষয়ী হামলা হিসেবে ধরা হচ্ছে।

এই হামলার জেরে ভারত ২৩ এপ্রিল একতরফাভাবে ১৯৬০ সালের ঐতিহাসিক 'ইনডাস ওয়াটার ট্রিটি' স্থগিতের ঘোষণা দেয়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান জানায়, তারা ১৯৭২ সালের শিমলা চুক্তি স্থগিত রাখছে এবং ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিচ্ছে।

ভারত দাবি করেছে, হামলার সঙ্গে সীমান্ত পেরিয়ে আসা সন্ত্রাসীদের সম্পৃক্ততা থাকতে পারে, যদিও এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। পাকিস্তান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তা তারার জানিয়েছেন, তাদের হাতে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সীমিত সামরিক অভিযান চালাতে পারে এবং পেহেলগামের হামলাকে সেটির ভিত্তি হিসেবে ব্যবহার করতে পারে। তিনি ভারতের একতরফা মনোভাবকে অঞ্চলীয় শান্তির জন্য হুমকি হিসেবেও উল্লেখ করেছেন।

সরকারি বিবৃতিতে ইসলামাবাদ বলেছে, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের অভিজ্ঞতা রয়েছে। তাই শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা একান্ত প্রয়োজন।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে