ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
সেনাবাহিনীর প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
ডুয়া ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত অর্থের অর্ধেকেরও কম ব্যয়ে ঘর নির্মাণ করে মানবিক সহায়তার এক অনন্য নজির স্থাপন করেছে। এ প্রশংসনীয় কর্মকাণ্ডের জন্য সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভূয়সী প্রশংসা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার ২২টি উপজেলার হাজার হাজার ঘরবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এসব এলাকার যেসব পরিবার পুরোপুরি গৃহহীন হয়ে পড়েছিল, তাদের জন্য প্রধান উপদেষ্টার নির্দেশনায় একটি বিশেষ আবাসন প্রকল্প গ্রহণ করা হয়।
প্রকল্পটির আওতায় ৩০০টি ঘর নির্মাণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সেনাবাহিনীর ২৪ ও ৩৩ ডিভিশনের কর্মকর্তা ও সদস্যরা এই কাজের দায়িত্ব নিয়ে মাত্র ২৪ কোটি ৯৮ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে ঘর নির্মাণ সম্পন্ন করেন।
বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে অধ্যাপক ইউনূস সেনাবাহিনীর দক্ষতা, নিষ্ঠা ও মানবিকতার প্রশংসা করেন। তিনি বলেন, “জাতীয় যে কোনো দুর্যোগে সেনাবাহিনীকে পাশে পাবেন দেশের মানুষ—এটাই তাদের প্রতি আমাদের আস্থা ও প্রত্যাশা।”
অনুষ্ঠানে জানানো হয়, ফেনীর ৬টি উপজেলায় ১১০টি, নোয়াখালীর ৭ উপজেলায় ৯০টি, কুমিল্লার ৬ উপজেলায় ৭০টি এবং চট্টগ্রামের ৩ উপজেলায় ৩০টি ঘর নির্মাণ করা হয়েছে। অনুমোদিত দুটি মডেলে (৪৯২ ও ৫০০ বর্গফুট) এসব ঘর নির্মাণ করা হয়।
চাবি বিতরণ অনুষ্ঠানে ঘরপ্রাপ্ত ক্ষতিগ্রস্তরা আবেগঘন কণ্ঠে জানান, বন্যায় সবকিছু হারিয়ে তাঁরা দিশেহারা হয়ে পড়েছিলেন। সেনাবাহিনীর সহায়তায় পুনরায় ঘর পেয়ে তাঁরা এখন স্বস্তি ও নিরাপত্তা অনুভব করছেন। এজন্য তাঁরা প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ আজ: যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো