ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

হাজিদের সতর্ক করল মক্কা পুলিশ

২০২৫ এপ্রিল ৩০ ১১:৩৩:৩২
হাজিদের সতর্ক করল মক্কা পুলিশ

ডুয়া ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজযাত্রীদের লক্ষ্য করে প্রতারণার ঘটনা বেড়ে চলেছে। হাজিদের থাকার ও যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার নাম করে একাধিক প্রতারক গোষ্ঠী ভুয়া প্রচারণা চালাচ্ছে। এ বিষয়ে হজযাত্রীদের সতর্ক থাকতে বলেছে সৌদি প্রশাসন।

মক্কা পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারণা বন্ধে অভিযান জোরদার করা হয়েছে এবং ইতোমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি গেজেটের ৩০ এপ্রিলের প্রতিবেদনে বলা হয়েছে, চারজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া হজ ক্যাম্পেইনের নামে প্রতারণা চালিয়ে হাজিদের কাছ থেকে অর্থ আদায় করছিলেন। মক্কার নিরাপত্তা টহল দল তাদের আটক করে।

তদন্তে উঠে এসেছে ওই ব্যক্তিরা অভিনব কৌশলে হজযাত্রীদের প্রলোভনে ফেলে বাড়তি টাকা আদায় করতেন। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ করে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া চলতি সপ্তাহে আরেকটি প্রতারক দলকে আটক করা হয়। অভিযুক্তরা অনুমোদনহীনভাবে আবাসন, পরিবহন, অন্যের পক্ষে হজ পালন, কোরবানির পশু সংগ্রহ ও বিতরণ এবং জাল হজ ব্রেসলেট বিক্রি করছিল।

সৌদির জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি দেশটির নাগরিক ও হজযাত্রীদের হজের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। কোনো সন্দেহজনক কার্যকলাপ বা লঙ্ঘনের তথ্য থাকলে ৯১১ (মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলের জন্য) এবং ৯৯৯ (অন্যান্য অঞ্চলের জন্য) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে