ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

পাকিস্তানি সেনার গুলিতে ফের ভূপাতিত ভারতীয় ড্রোন

২০২৫ এপ্রিল ৩০ ১২:৪৪:১৭
পাকিস্তানি সেনার গুলিতে ফের ভূপাতিত ভারতীয় ড্রোন

ডুয়া ডেস্ক: ফের কাশ্মীর সীমান্তে উত্তেজনা—পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা আবারও একটি ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি জানায় ঘটনাটি ঘটে লাইন অব কন্ট্রোলের (এলওসি) সাতওয়াল সেক্টরে, যেখানে ড্রোনটি পাকিস্তানের ভূখণ্ডে নজরদারি চালাচ্ছিল।

পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ড্রোনটি ছিল ‘ফ্যান্টম ৪’ মডেলের, যা নজরদারির জন্য ব্যবহৃত হয়। এর আগে একই ধরনের একটি ড্রোন আজাদ কাশ্মীরের এলওসি সংলগ্ন এলাকায় ভূপাতিত করা হয়েছিল। উভয় ঘটনাই ঘটেছে মঙ্গলবার (২৯ এপ্রিল)।

সীমান্তে এমন ঘনঘন ড্রোন প্রবেশকে 'ভারতীয় সেনাবাহিনীর দায়িত্বজ্ঞানহীন আচরণ' হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষকরা। তাদের মতে এসব কর্মকাণ্ডে সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।

বিশ্লেষকরা আরও বলেন, ভারতীয় ড্রোন ভূপাতিত করা পাকিস্তান সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং প্রতিরক্ষাগত প্রস্তুতির একটি বড় উদাহরণ। এ ধরনের আগ্রাসী আচরণ ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে। কঠোর জবাব না দিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যেকোনো ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত এবং জাতি পুরোপুরি সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে।

এদিকে কাশ্মীর সীমান্তে টানা ছয়দিন ধরে চলছে ভারত-পাকিস্তান বাহিনীর মধ্যে গোলাগুলি। ভারতীয় সেনাবাহিনীর দাবি, ২৯ এপ্রিল রাত থেকে ৩০ এপ্রিল ভোর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের নওশেরা, সুন্দরবনী ও আখনুর সেক্টরে বিনা উসকানিতে গুলি ছোড়ে পাকিস্তান। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারাও।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে